For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজান বিতর্ক তৈরি করছে যাঁরা তাঁদের সঙ্গে ধর্মের যোগ নেই, মত বিজেপির জোটসঙ্গী নীতীশ কুমারের

আজান বিতর্ক তৈরি করছে যাঁরা তাঁদের সঙ্গে ধর্মের যোগ নেই, মত বিজেপির জোটসঙ্গী নীতীশ কুমারের

Google Oneindia Bengali News

এখন রমজান মাস চলছে। আগামী মাসেই রয়েছে পবিত্র ইদ। আর এরই মাঝে আজান নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের লাউডস্পিকার বিতর্ক নিয়ে এবার সরব হলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা বিজেপির জোটসঙ্গী নীতীশ কুমার। তিনি জানিয়েছেন, বিভিন্ন ধর্মের আলাদা আলাদা রকমের প্রার্থনা করার নিয়ম রয়েছে এবং ধর্ম নিয়ে একে–অপরের সঙ্গে লড়াই করা উচিত নয়। প্রসঙ্গত, মহারাষ্ট্রের নব নির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে মহারাষ্ট্র সরকারকে রীতিমতো হুমকির সুরে জানিয়েছিলেন যে ৩ মে–এর মধ্যে মসজিদ থেকে মাইক খুলে নিতে হবে। রাজ ঠাকরের এই মন্তব্যকে সমর্থন করেছেন নীতীশ কুমারের ক্যাবিনেটের এক বিজেপি মন্ত্রী।

আজান বিতর্ক তৈরি করছে যাঁরা তাঁদের সঙ্গে ধর্মের যোগ নেই, মত বিজেপির জোটসঙ্গী নীতীশ কুমারের


নীতীশ কুমার বলেন, '‌মসজিদে আজান ও লাউডস্পিকার নিয়ে যাঁরা বিতর্ক তৈরি করছেন তাঁদের সঙ্গে ধর্মের কোনও যোগাযোগ নেই।’‌ মুখ্যমন্ত্রী আরও জানান, মানুষ তাঁর ধর্মকে অনুসরণ করবে এবং কোনও মানুষকেই ধর্মাচরণে বাধা দেওয়ার অধিকার নেই। নীতীশ কুমার বলেন, '‌মানুষের মনে যা আসে মানুষ সেটাই বলে। ভালবাসা ও ভাতৃত্ববোধের পরিবেশ থাকা উচিৎ। প্রত্যেক ধর্মের পথ আলাদা। তাই ধর্ম নিয়ে নিজেদের মধ্যে লড়াই করা উচিত নয়। প্রত্যেকেরই নিজেদের ধর্ম অনুসরণ করা উচিত। কেউ যদি এটা নিয়ে সমস্যার সৃষ্টি করে, তার সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই।’ বিজেপির সম্পূর্ণ উল্টোপথে হেঁটে এমনটাই মত পোষণ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ‌

কর্মসংস্থান নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের, চুক্তিভিত্তিক কর্মীদের জন্যেও বড় ঘোষণাকর্মসংস্থান নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের, চুক্তিভিত্তিক কর্মীদের জন্যেও বড় ঘোষণা

দেশের একাধিক রাজ্যে হনুমান জয়ন্তী ও রাম নবমী উৎসব উদযাপন নিয়ে হিংসাত্মক ঘটনা প্রসঙ্গে নীতী কুমার বলেন যে রাজ্যে কোনো সাম্প্রদায়িক বিরোধ যাতে না ঘটে তার জন্য ধর্মীয় অনুষ্ঠানের সময় তার প্রশাসনকে সতর্ক রাখা হয়। নীতীশ কুমার আরজেডিকে কড়া ভাষায় নিন্দা করে জানান, এনডিএ ক্ষমতায় আসার আগে রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনার পরিবেশ ছিল কিন্তু এনডিএ ক্ষমতায় আসার পর থেকে সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনা কমেছে।


English summary
bihar cm nitish kumar oppose mosque azan controversy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X