For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিক্ষোভ আর প্রশ্নের মুখে মেজাজ হারালেন নীতীশ কুমার! পাটনার সঙ্গে জুড়লেন আমেরিকাকে

বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে মেজাজ হারালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের পাশাপাশি তিনি ত্রাণ শিবিরও ঘুরে দেখেন। সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বন্যা

  • |
Google Oneindia Bengali News

বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে মেজাজ হারালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের পাশাপাশি তিনি ত্রাণ শিবিরও ঘুরে দেখেন। সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বন্যা দুর্গতরা। সাংবাদিকরা প্রশ্ন করতে থাকেন তাঁকে। সেই সময় তিনি মেজাজ হারিয়ে বলেন, বন্যা সারা ভারত তো বটেই এমনকী বিশ্ব জুড়েই হয়ে থাকে।

পাটনার সঙ্গে আমেরিকাকে জুড়লেন নীতীশ

পাটনার সঙ্গে আমেরিকাকে জুড়লেন নীতীশ

পটনার কিছু জায়গায় জল জমে থাকায় কি আমাদের যত সমস্যা? প্রশ্ন করেন নীতীশ। তাঁর আরও প্রশ্ন আমেরিকায় কী হচ্ছে।

এখনও পর্যন্ত রাজ্যের বন্যয় কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। বিহার জুড়ে বন্যা। রাজধানী পাটনাতে খুব খারাপ পরিস্থিতি। মঙ্গলবার থেকে বৃষ্টি কমে গেলেও, বন্যার জল জমে থাকা নিয়ে প্রবল সমস্যা তৈরি হয়েছে।

নীতীশ কুমার পাটনার একটি ত্রাণ শিবির পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, সরকারের কেউ অলসভাবে বসে নেই। তিনি বলেছেন, বন্যা হল প্রাকৃতিক দুর্যোগ। জলবায়ু পরিবর্তনের ফলে তা আরও বেড়েছে।

পাটনার রাজেন্দ্রনগর এবং কঙ্করবাগে পরিস্থিতির মোকাবিলায় ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের দল মোতায়েন করা হয়েছে। সারা রাজ্যে ২০ টি এনডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে। যাদের মধ্যে ছটি দল কাজ করছে পাটনায়।

উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদী পরিবারকে নিয়ে পাটনার বাড়িতেই আটকে পড়েছিলেন। পরে এনডিআরএফ টিম গিয়ে তাঁকে উদ্ধার করে। ভারতীয় বায়ুসেনার দুটি হেলিকপ্টারকে ত্রাণ ও উদ্ধার কাজের জন্য মোতায়েন করা হয়েছে।

বন্যা নিয়ে জোট সঙ্গী বিজেপির আক্রমণ

বন্যা নিয়ে জোট সঙ্গী বিজেপির আক্রমণ

জোট সঙ্গী বিজেপিও নীতীশ কুমারকে বন্যা নিয়ে আক্রমণ করেছে। রাজ্যে নীতীশের প্রবল বিরোাধী বলে পরিচিত বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ কিশোরের অভিযোগ, সরকারের ভুলে সাধারণ মানুষকে ফল ভোগ করতে হচ্ছে। গিরিরাজ সরাসরি নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকারকে পাটনার খারাপ পরিস্থিতির জন্য দায়ী করেন। পাশাপাশি তাঁর অভিযোগ ত্রাণের নামে লুট চলছে।

বিহার বিজেপির সভাপতি সঞ্জয় জয়সওয়াল এই পরিস্থিতির জন্য প্রশাসনকে দায়ী করেছেন। তিনি বলেছেন, বৃষ্টি ২৪ ঘন্টা আগে থেমে গেলেও, জল জমে রয়েছে। প্রশাসনের অবহেলার জন্যই এই অবস্থা বলে অভিযোগ তাঁর।

 প্রধান বিরোধী আরজেডির আক্রমণ

প্রধান বিরোধী আরজেডির আক্রমণ

বিহারের প্রধান বিরোধী দল আরজেডি পরিস্থিতি নিয়ে সরকারকে আক্রমণ করেছে। তাদের অভিযোগ, ব্যাপত দুর্নীতি চলছে। ড্রেনেজ প্রোজেক্ট নিয়ে সরকারের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছে তারা।

<strong>[বিমান কেলেঙ্কারি! অভিযুক্তকে তিহার থেকে নিয়ে হাজির করানোর নির্দেশ]</strong>[বিমান কেলেঙ্কারি! অভিযুক্তকে তিহার থেকে নিয়ে হাজির করানোর নির্দেশ]

English summary
Facing protests by the public and questions by journalists, Bihar CM Nitish Kumar lost his cool and said floods happen across India and around the world.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X