For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের শহরে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ওপরে হামলা, ভিডিওতে ধরা পড়ল ছবি

নিজের শহর বখতিয়ারপুরে (Bakhtiarpur) বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) ওপরে হামলা (attack)। ফলে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয়ে যে বিরাট ফাঁক রয়েছে, তা ধরা পড়েছে। বিহারের মুখ্যমন্ত্রী ওপরে হামলার

  • |
Google Oneindia Bengali News

নিজের শহর বখতিয়ারপুরে (Bakhtiarpur) বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) ওপরে হামলা (attack)। ফলে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয়ে যে বিরাট ফাঁক রয়েছে, তা ধরা পড়েছে। বিহারের মুখ্যমন্ত্রী ওপরে হামলার ছবি সিসিটিভি ক্যামেরাতে ধরাও পড়ে। সঙ্গে সঙ্গেই পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

হাসপাতালে হামলা

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার যখন স্থানীয় সাফার হাসপাতালে স্বাধীনতা সংগ্রামী শীলভদ্র ইয়াজির মূর্তিতে মালা দিতে যাচ্ছিলেন, সেই সময় এই ঘটনাটি ঘটে। পিছন দিক থেকে আসা এক ব্যক্তি দ্রুত মঞ্চে ওঠেন এবং পুষ্প স্তবক দিতে নিচু হওয়া মুখ্যমন্ত্রীর পিঠে আঘাত করে এবং মুখ্যমন্ত্রীকে ফেলে দেওয়ার চেষ্টা করে। গত কয়েকদিনে মুখ্যমন্ত্রী তাঁর পুরনো লোকসভা কেন্দ্র বার-এর বিভিন্ন জায়গায় সফর করছেন। প্রসঙ্গত উল্লেখ্য ১৯৮৯ থেকে ১৯৯৯ সালের মধ্যে নীতীশ কুমার এই কেন্দ্র থেকে পাঁচবার নির্বাচিত হয়েছিলেন।

সঙ্গে সঙ্গেই গ্রেফতার

সঙ্গে সঙ্গেই গ্রেফতার

সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে ধরে ফেলেন এবং সরিয়ে নিয়ে যান। তবে সেই সময় মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নিরাপত্তারক্ষীদের অনুরোধ করেন, ওই ব্যক্তিকে যেন না মারা হয়। পুলিশ সূত্রে পরে জানা যায় ওই ব্যক্তির নাম শঙ্কর শাহ। ওই ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।

আগেও নীতীশ কুমারের ওপরে হামলা

আগেও নীতীশ কুমারের ওপরে হামলা

তবে এবারই প্রথম নয়। এর আগেও নীতীশ কুমারের ওপরে হামলা হয়েছিল। ২০২০-র নভেম্বরে, যখন তিনি রাজ্যের নির্বাচনের সময় প্রচার করছিলেন মধুবনীতে, সেই সময় পেঁয়াজ ছোঁড়া হয়েছিল তাঁর দিকে। সেই সময় মুখ্যমন্ত্রী সমাবেশে চাকরি নিয়ে কথা বলছিলেন। তবে মুখ্যমন্ত্রী নিরাপত্তারক্ষীরা ঘিরে ফেলায় তা আর মুখ্যমন্ত্রী পর্যন্ত এসে পৌঁছয়নি। তবে মুখ্যমন্ত্রী সেই সময় ক্ষুব্ধ হয়ে বলেছিলেন, আরে বেসি করে ছুডে মারো। সেই সময়েও ওই হামলাকারী পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছিল। সেই সময়তেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, ছেড়ে দেওয়া হোক ওই ব্যক্তিকে।

নিন্দায় তেজস্বী যাদব

নিন্দায় তেজস্বী যাদব

এদিনের এই হামলার ঘটনার নিন্দা করেছেন বিরোধী নেতা তেজস্বী যাদব। তিনি গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন।

দেউচা-পাঁচামি আটকাতে রামপুরহাটে ষড়যন্ত্র! উন্নয়ন-কর্মসংস্থান নিয়ে বিরোধীদের নিশানা মমতারদেউচা-পাঁচামি আটকাতে রামপুরহাটে ষড়যন্ত্র! উন্নয়ন-কর্মসংস্থান নিয়ে বিরোধীদের নিশানা মমতার

English summary
Bihar CM Nitish Kumar is attacked by a person in his hometown Bakhtiarpur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X