For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রের পাল্টা বিহারে! মোদী-অমিত শাহদের নিজের অবস্থান জানান দিলেন নীতীশ

এযেন কেন্দ্র পাল্টা বিহারে। রবিবার রাজ্যে নিজের মন্ত্রিসভা সম্প্রসারণ করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেখানে বিজেপির জন্য বরাদ্দ করা হয়েছিল মাত্র একটি মন্ত্রীপদ।

  • |
Google Oneindia Bengali News

এযেন কেন্দ্র পাল্টা বিহারে। রবিবার রাজ্যে নিজের মন্ত্রিসভা সম্প্রসারণ করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেখানে বিজেপির জন্য বরাদ্দ করা হয়েছিল মাত্র একটি মন্ত্রীপদ। এর আগে বৃহস্পতিবার মোদীর দ্বিতীয় মন্ত্রিসভায় একটি মাত্র ক্যাবিনেট পদ দেওয়ায় তা প্রত্যাখ্যান করেছিলেন নীতীশ। এদিন মন্ত্রিসভায় দলের আটজনকে মন্ত্রী করেন করেন নীতীশ কুমার।

কেন্দ্রের পাল্টা বিহারে! মোদী-অমিত শাহদের নিজের অবস্থান জানান দিলেন নীতীশ

যদিও নীতীশ কুমার মোদী মন্ত্রিসভায় যোগ না দেওয়া প্রসঙ্গে জানিয়েছিলেন, তাঁর কোনও রাগ নেই। জেডিইউ এনডিএ-র অংশ থাকবে বলেও জানিয়েছিলেন তিনি। যদিও রাজনৈতিক মহলে জল্পনা ২০১৯-এর লোকসভা নির্বাচনে ভাল ফল করার পরেও বিজেপির অবস্থান নিয়ে তিনি যথেষ্টই ক্ষুব্ধ। কেন্দ্রীয় মন্ত্রিসভা শপথ নেওয়ার আগে, জেডিইউ-এর অন্দরমহলে অনুমান ছিল তারা একটি ক্যাবিনেট এবং একটি রাষ্ট্রমন্ত্রীর পদ পাবেন।

রবিবার বিহার মন্ত্রিসভা সম্প্রসারণের পর নীতীশ কুমার বলেন, জোটে সবকিছু ঠিকভাবে চলছে। তিনি বলেন, জোট গঠনের সময়ই ঠিক করা হয়েছিল, কোন দল কত আসনে লড়াই করবে, আর কোন কোন বিভাগ পাবে।

২৯ মে নীতীশ কুমার প্রাক্তন বিজেপি সভাপতি তথা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন। দ্বিতীয় মোদী মন্ত্রিসভায় দলের প্রতিনিধিত্ব নিয়ে কথা বলেছিলেন তিনি। পরে তিনি জানান, ক্যাবিনেটের অংশ হচ্ছে না জেডিইউ। সূত্রের খবর অনুযায়ী, নীতীশ কুমারকে বোঝানোর চেষ্টা করেছিলেন অমিত শাহ। পাল্টা নীতীশ কুমার বলেছিলেন মন্ত্রিসভায় আনুপাতিক উপস্থিতির কথা।

নীতীশ কুমার জানিয়েছেন, তিনি কোনওভাবেই মন্ত্রিসভায় প্রতীকী উপস্থিতি চাননি।

English summary
Bihar CM Nitish Kumar has offered one cabinet post to BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X