For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নিখোঁজ নীতীশ'! নাগরিকত্ব আইন ইস্যুতে পাটনা জুড়ে কেন এমন পোস্টার

রাজ্যসভায় নাাগরিকত্ব বিল পাশে এনডিএর জোট সঙ্গী হিসাবে নিজের 'কর্তব্য' পালন করেছে বিহারের নীতীশ কুমারের পার্টি জেডিইউ।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যসভায় নাাগরিকত্ব বিল পাশে এনডিএর জোট সঙ্গী হিসাবে নিজের 'কর্তব্য' পালন করেছে বিহারের নীতীশ কুমারের পার্টি জেডিইউ। যে ঘটনার জেরে জেডিইউ থেকে প্রতিবাদে ইস্তফা দেওয়ার রাস্তায় হাঁটার প্রস্তাব দেন দলের সদস্য প্রশান্ত কিশোর। এবার সেই জেডিইউ-র নীতীশ কুমারকে ঘিরে রীতিমতো পোস্টার পড়ল পাটনার রাস্তায়।

নিখোঁজ নীতীশ! নাগরিকত্ব আইন ইস্যুতে পাটনা জুড়ে কেন এমন পোস্টার

'নিখোঁজ নীতীশ' এমন পোস্টার দিয়ে বিহারের বিরোধী শিবির নীতীশ কুমারকে কার্যচ কটাক্ষ করেছেন। বিরোধীদের দাবি, যে নীতীশ কুমার একসময়ে মোদীর বিরোধিতা করেছেন ধর্মীয় ভেদাভেদ ইস্যুতে,সেই নীতীশই এখন নাগরিকত্ব বিল ইস্যুতে মুখে কুলুপ এঁটেছেন। আর নীতীশের এই স্তব্ধতাকে কটাক্ষ করেই 'নীতীশ কুমার নিখোঁজ' বলে পোস্টার পড়েছে পাটনা শহর জুড়ে।

প্রসঙ্গত, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের সমবেত ভোটে সংসদের দুই কক্ষেই পাস হয়ে যায় নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯। এরপর তাতে রাষ্ট্রপতির শিলমোহর পড়তেই তা আইনে রূপান্তরিত হয়। আর এই আইন নিয়ে এবার বাধ সেধেছে বিরোধী শিবির। উত্তরপূর্ব থেকে শুরু করে গোটা দেশের বিভিন্ন অংশে এই প্রতিবাদের আগুন দেখা দিয়েছে শেষ কয়েকদিনে।

লোকসভা, রাজ্যসভার আসন বৃদ্ধিতে সওয়াল! নাম না করে বিজেপিকে বার্তা প্রাক্তন রাষ্ট্রপতিরলোকসভা, রাজ্যসভার আসন বৃদ্ধিতে সওয়াল! নাম না করে বিজেপিকে বার্তা প্রাক্তন রাষ্ট্রপতির

English summary
'Bihar CM Nitish is missing' , posters in patna amid CAA row.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X