For Quick Alerts
For Daily Alerts

Bihar Bypoll: বিহারে মুখ পুড়ল নীতীশের, বিজেপির কাছে হার RJD প্রার্থীর
Bihar Bypoll: বিহারে মুখ পুড়ল নীতীশের, বিজেপির কাছে হার RJD প্রার্থীর
বিহারে মহাজোটের হাত ধরার পর প্রথম ধাক্কা নীতীশ কুমারের। বিহারের কুরহানিতে উপনির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে গোহারা হেরেছে জেডিইউ-র শরিক দল আরজেডি প্রার্থী অনিল কুমার সাহানি। এই কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি প্রার্থী কেদার গুপ্তা। জেডিইউ প্রার্থী মনোজ খুশওয়াকে ৩,৬৬২টি ভোটে হারিয়েছে বিজেপি প্রার্থী।

বিজেপিকে আর জবাব দেওয়া হল না নীতীশের। উপনির্বাচনের শোচনীয় পরাজয় স্বীকার করতে হয়েছে আরজেডি প্রার্থীকে। চরম জবাব দিয়েছে বিজেপিও। বিজেপির কাছে শক্তি প্রমাণে ব্যর্থ হলেন নীতীশ কুমার। কুধানি কেন্দ্র থেকে এই নিয়ে তৃতীয়বার হার স্বীকার করতে হল নীতীশ কুমারদের। কিছুতেই সেই আসনটি তাঁরা দখল করতে পারেনি। এবার মহাজোটে সামিল হওয়ার পর থেকে নীতীশ কুমারের কাছে বড় চ্যালেঞ্জ ছিল এই কুড়হানি আসনটি জয় করা। কিন্তু শেষ পর্যন্ত সেটায় সফল হতে পারেননি তিনি।
Comments
English summary
RJD candidate loose in Bihar By election