For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে করোনা থাবায় জর্জরিত বিজেপি, মোদীর পর সংক্রমিত আরও এক হেভিওয়েট

Google Oneindia Bengali News

করোনায় আক্রান্ত বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। বিহার নির্বাচনে বিজেপির প্রচারে প্রধান দায়িত্বে রয়েছেন তিনি। আজ দুপুরে টুইটে তিনি তাঁর সংক্রমণের কথা জানান। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, 'ভগবান চান আমি কিছু সময়ের জন্য থামি এবং বিরতি নিই।' যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরও করোনা পরীক্ষার আর্জি জানান মহারাষ্ট্রের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী।

কী বলেন ফড়নবিশ

কী বলেন ফড়নবিশ

ফড়নবিশ টুইটে লেখেন, 'লকডাউন থেকে আমি প্রতিটা দিন কাজ করেই চলেছি। এবং ভগবান চান আমি কয়েকদিনের জন্য বিরতি নিই। আমি কোভিড পজিটিভ। আইসোলেশনে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমি ওষুধ নিচ্ছি।' আরও একটি টুইটে তিনি লেখেন, 'যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা কোরোনা পরীক্ষা করিয়ে নিন। সবাই সাবধানে থাকুন।'

বিহারে নির্বাচনে বিজেপির ইনচার্জ হিসেবে নিযুক্ত

বিহারে নির্বাচনে বিজেপির ইনচার্জ হিসেবে নিযুক্ত

গতমাসে বিহারে নির্বাচনে বিজেপির ইনচার্জ হিসেবে নিযুক্ত করা হয় ফড়নবিশকে। করোনা প্যানডেমিকের মধ্যেই দেশের সবথেকে বড় নির্বাচন হবে বিহারে। ২৮ অক্টোবর থেকে তিন দফায় হবে ভোটগ্রহণ। তার আগে জোরদার প্রচার চালাচ্ছে বিজেপি। দেবেন্দ্র ফড়নবিশের কোরোনা সংক্রমণ গেরুয়া শিবিরের প্রচারে কি প্রভাব ফেলবে, সেই আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই।

করোনায় আক্রান্ত সুশীল মোদী

করোনায় আক্রান্ত সুশীল মোদী

এদিকে গতকালই করোনায় আক্রান্ত হন বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী। গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন সুশীল। এরপর দুপুরে তাঁর করোনা পরীক্ষা করানো হয়েছিল। তার ফল পজিটিভ আসে। নিজেই সেই খবর টুইট করে জানান। পাটনার এইমসে ভর্তি রয়েছেন তিনি। প্রসঙ্গত, পাটনার এইমসে করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন আরও এক বিজেপি নেতা শাহনাওয়াজ হুসেন।

<strong>পুজোর মাঝেই সুখবর, করোনা টীকা আসছে শীঘ্রই! দিনক্ষণ জানিয়ে দিল ভারত বায়োটেক</strong>পুজোর মাঝেই সুখবর, করোনা টীকা আসছে শীঘ্রই! দিনক্ষণ জানিয়ে দিল ভারত বায়োটেক

English summary
Bihar BJP election in charge Devendra Fadavis infected with Coronavirus before elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X