বিহারে নীতীশের মন্ত্রিসভার সম্পূর্ণ তালিকা একনজরে, কোন রাজনৈতিক সমীকরণে ভারসাম্য ক্যাবিনেটে
বিহারের ভোট রণাঙ্গনে ভোট যুদ্ধে কার্যত লাভ ঘরে তোলার তৃপ্তির হাসি হেসেছে বিজেপি! শরিক জেডিইউকে পিছনে ফেলে বিহারে এনডিএ সরকার গড়েই বিজেপি একজন নয় পর পর ২ জনকে একযোগে উপমুখ্যমন্ত্রী পদে বসিয়েছে। তার নেপথ্যে ভোটব্যাঙ্ক রাজনীতি অবশ্যই রয়েছে। তবে, বিহারের মন্ত্রিসভার ক্ষেত্রেও বিজেপি দাপট ধরে রাখছে বহু সমীকরণে। নীতীশের মন্ত্রিসভা এক নজরে দেখা যাক।

বিজেপি থেকে কারা শপথ নিলেন!
বিজেপি তেকে দুই উপ মুখ্যমন্ত্রী রেনু দেবী ও তারককিশোর প্রসাদ শপথ নেন উপমুখ্যমন্ত্রী হিসাবে। স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আগে পদাসিক্ত থাকা মঙ্গল পান্ডে এদিন শপথ নেন। আরাহের অমরেন্দ্র প্রতাপ সিং শপথ নিয়েছেন। মন্ত্রী হিসাবে শপথ নেন বিজেপির রামপ্রীত পাসোয়ান। জলে আসনের বিজ্ঞানের ছাত্র তথা বিজেপি নেতা জীবেশ কুমার এদিন শপথ নেন। বিজেপির রামসুরত রাই এদিন শপথ নেন।

জেডিইউ থেকে কতজন রয়েছেন নীতীশ মন্ত্রিসভায়?
নীতীশ কুমার মুখ্যমন্ত্রী পদে শপথ পাঠ করার পাশাপাশি জেডিইউ থেকে এদিন বিজ. কুমার চৌধুরী শপথ নেন। জেডিইউয়র অশোক চৌধুরি, শীলা মন্ডল, মেওয়া লাল এদিন শপথ নিয়েছেন।

হ্যাম-ভিআইপি চাল
হ্যাম ও ভিআইপি থেকে নীতীশ মন্ত্রিসভায় মন্ত্রিত্ব নিয়ে ফোকাস গভীরে রাখছিল বিপক্ষ মহাজোট। মন্ত্রিত্ব নিয়ে বিবাদ হলেই যে জোট ছাড়তে পারে কোনও একটি ছোট দল, তা বিপক্ষ তথা এন়ডিএও ভালোভাবে জানে! ফলে হিন্দুস্তান আওয়াম মোর্টার প্রধান জিতেন মাঞ্ঝির পুত্র সন্তোষকে মন্ত্রিত্ব দিয়েছে এনডিএ। প্রসঙ্গত, জিতন রাম আগে বিহারের মুখ্যমন্ত্রী থাকায়, তাঁকে মন্তরিত্ব দিতে গেলে , তা পদাধীকারে ছোট করা হয়! ফলে জিতনপুত্র এদিন শপথ নেন। অন্যদিকে,
ভিআইপি পার্টি থেকে শপথ নেন মুকেশ সাইনি।

এনডিএ জোট সরকার ও জয়ের অঙ্ক
বিহারে ২৪৩ আসনর বিধানসভা ভোটে এনডিএ জয় পেয়েছে ১২৫ আসনে। বিজেপি পেয়েছে ৭৪, জেডিইউ ৪৩, এবং হ্যাম ও ভিআইপি ৪ টি করে আসন পেয়েছে।

নেতা নীতীশের সামনে ভবিষ্যতে কোন কোন রাজনৈতিক চ্যালেঞ্জ অপেক্ষারত! বিহার সমীকরণ একনজরে