For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারের দ্বিতীয় দফার ভোটে 'ডার্ক হর্স' হয়ে এনডিএ-কে ধাক্কা দিতে পারে কারা! ভোট-অঙ্কের কিছু তথ্য

বিহারের দ্বিতীয় দফার ভোটে 'ডার্ক হর্স' হয়ে এনডিএ-কে ধাক্কা দিতে পারে কারা! ভোট-অঙ্কের কিছু তথ্য

  • |
Google Oneindia Bengali News

বিহার বিধানসভা নির্বাচনে ২০১৫ সালের তুলনায় ২০২০ সালের পরিস্থিতিতে বিস্তর পার্থক্য। পার্থক্য যেমন রয়েছে ভোট প্রেক্ষাপটে, তেমনই রয়েছে ভোটের সমীকরণে, তেমনই রাজনৈতিক জোটের অঙ্কেও পার্থক্য রয়েছে। তবে ভোটব্যাঙ্ক দখলের খেলা এখনও একই। মনে করা হচ্ছে বিহারের দ্বিতীয় দফার নির্বাচনে ডার্ক হর্স হয়ে উঠে আসতে পারে একাধিক শিবির। একনজরে দেখা যাক কিছু জটিল ভোট অঙ্ক।

 ২০১৫ বিহারের ফলাফল ও বিজেপির সম্ভাবনা ২০২০ তে

২০১৫ বিহারের ফলাফল ও বিজেপির সম্ভাবনা ২০২০ তে

বিহারে ২০১৫ সালে মোদী হাওয়া চরমে ছিল। তবে তাকে উড়িয়ে কার্যত বিহারের মসনদ দখল করেছিল লালু-নীতীশের জোটশিবির। তবে এবার খেলা অন্য! প্রসঙ্গত, আজ বিহার নির্বাচনের দ্বিতীয় পর্ব। যে দ্বিতীয় পর্বের ভোটে গোটা উত্তর বিহার ভোট দিচ্ছে। এই উত্তরবিহারের আসনগুলির অর্ধেক আসান গত নির্বাচেন বিজেপি দখলে রেখেছিল। ফলে এবার গড় ধরে রাখার লড়াইয়ের সঙ্গে গড় দখলের লড়াইও প্রয়োজন নীতীশ ক্যাম্পের।

 বিভিন্ন পার্টির ভোট ব্য়াঙ্ক ও ভোট গণিত

বিভিন্ন পার্টির ভোট ব্য়াঙ্ক ও ভোট গণিত

এনডিএ এবার মূলত, মহিলা ভো ট ও ইবিসিকে ঘিরে জাতপাতের ভোটে ভরসা রাখছে। অন্যদিকে, কেবলমাত্র নীতীশ বিরোধিতাই অস্ত্র মহাজোটের। এদিনের ভোটে বিজেপি ৪৬ টি, জেডিইউ ৪৩ টি আসনে লড়ছে।

 ডার্ক হর্স হয়ে ধাক্কা দিতে পারে কারা?

ডার্ক হর্স হয়ে ধাক্কা দিতে পারে কারা?

মনে করা হচ্ছে, বিহার বিধানসভা ভোটে এবার এনডিএর হাত ছেড়ে বের হওয়া এলজেপি ডার্ক হর্স হয়ে উঠতে পারে। এরা এদিনের লড়াইয়ে ৫২ টি আসনে প্রার্থী দিয়েছে। শুধু তাই নয়, গোবলয়ের স্থানীয় দল আরএলএসপি ৩৬ জন প্রার্থী দিয়েছে এখানে। ফলে এনডিএকে ধাক্কা দেওয়ার মতো ক্ষমতা যেমন রয়েছে বহুদলের। তেমনই ভোটের 'কিং মেকার' হওায়ার ক্ষমতাও রয়েছে এই দলগুলির।

বামেদের ব্যবহার করে এনডিএকে ধাক্কার গেমপ্ল্যান!

বামেদের ব্যবহার করে এনডিএকে ধাক্কার গেমপ্ল্যান!

এদিকে, আরজেডি বেগুসরাইয়ের মতো লেনিন গ্রাদকে ব্যবহার করে বিজেপি বিরোধিতায় উদ্যত। বেগুসরাইতে বামেদের অকটি নির্দিষ্ট ভোটব্যঙ্ক রয়েছে। সেখানে মুসলিম ভোটব্য়ঙ্কও এবার পোক্ক হতে পারে বলে দাবি বাম শিবিরের। ফলে বিজেপি সহ এনডিএকে পরাস্ত করতে বামদলগুলিকে কাজে লাগানোর চেষ্টায় আরজেডি শিবির।

বিহার বিধানসভা ভোটে বামেদের ভোট শেয়ার কোন ইঙ্গিত দিচ্ছে! দ্বিতীয় দফার হাড্ডাহাড্ডি লড়াই একনজরেবিহার বিধানসভা ভোটে বামেদের ভোট শেয়ার কোন ইঙ্গিত দিচ্ছে! দ্বিতীয় দফার হাড্ডাহাড্ডি লড়াই একনজরে

English summary
Bihar assembly elections Second Phase, How North bihar can be a hurting factor for NDA, know the reason
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X