For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে বিজেপিকে রুখতে জানেপ্রাণে লড়ে যাচ্ছে কংগ্রেস! ভোটের ফলাফলের আগেই 'হর্স ট্রেডিং' নিয়ে সতর্কতা

বিহারে বিজেপিকে রুখতে জানেপ্রাণে লড়ে যাচ্ছে কংগ্রেস! ভোটের ফলাফলের আগেই 'হর্স ট্রেডিং' নজরে

  • |
Google Oneindia Bengali News

বিহারে যেন তেন প্রকারে বিজেপিকে রুখতে তৎপরতায় কংগ্রেস। কর্ণাটক, মধ্যপ্রদেশ থেকে শিক্ষা নিয়ে কংগ্রেস কোনও মতেই বিহারে ফলাফল শেষে ' হর্স ট্রেডিং' এর ঘটনা ঘটতে দিতে চাইছে না। ব্যালটের এপারে যেমন কংগ্রেস ভোট প্রচারে তৎপরতা নিয়েছিল, তেমনই ব্যালটের ওপারে কংগ্রেস, ভোটের ফল পরবর্তী সংঘাতে কোনও জায়গাতেই বিজেপি-জেডিইউকে রুখতে তৎপরতা শুরু হয়েছে হাত শিবিরে।

বিহারে পৌঁছলেন সোনিয়ার দূত!

বিহারে পৌঁছলেন সোনিয়ার দূত!

বিহারে রণদীপ সুরজেওয়ালা এবং অবিনাশ পান্ডেকে পাঠিয়ে মূলত বিহার নির্বাচনে চেনা ছকের হর্স ট্রেডিং য়ের শিকার থেকে দলীয় নেতাদের সুরক্ষিত রাখতে তৎপরতা শুরু কলেন সোনিয়া গান্ধী। কংগ্রেস সভা নেতক্রীর নির্দশে বিহারের ভোট গণনার আগের দিনই বিহার পৌঁছলেন সোনিয়া গান্ধীর দূত রণদীপ সুরজেওয়ালা এবং অবিনাশ পান্ডে।

 কেন তৎপরতা শুরু.?

কেন তৎপরতা শুরু.?

প্রসঙ্গত, একাধিক বুথ ফেরত সমীক্ষায় বিহারে দেখা গিয়েছে, এগিয়ে রয়েছে আরজেডির নেতৃত্বাধীন মহাজোট। এদিকে, একক সংখ্য়া গরিষ্ঠতার জেরেও বিজেপিকে পিছনে ফেলে দিয়েছে লালু শিবিরের আরজেডি। আর সেই জায়গা থেকেই হর্স ট্রেডিংয়ের বিষয়ে সন্ধিহান কংগ্রেস হাইকমান্ড!

 পর পর সমীক্ষায় তেজস্বী ক্যাম্প এগিয়ে!

পর পর সমীক্ষায় তেজস্বী ক্যাম্প এগিয়ে!

বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ বনাম মহাজোটের লড়াইতে বিধানসভার ফলাফল যা দাঁড়াচ্ছে, তাতে টাইমস নাও এবং সি ভোটারের বুথ ফেরৎ সমীক্ষা বলছে ইউপিএ ১২০ টি আসন পাবে। এনডিএ পাবে ১১৬ টি আসন ।ইটিজি বিহারের এক্সিট পোল বলছে, এনডিএ এবার ১১৪ টি আসন পাবে ২৪৩ আসনের বিহার বিধানসভায়। অন্যদিকে, লালুপুত্র তেজস্বীর নেতৃত্বাধীন মহাজোট বিহারে ১২০ টি আসন পাবে। একই ধ্বনি ইন্ডিয়া টুডের সমীক্ষাতেও।

 বিহারের সমীক্ষা, ভোট শেয়ার, আমেজ

বিহারের সমীক্ষা, ভোট শেয়ার, আমেজ

বিহারে এদিন তেজস্বী যাদবের জন্মদিনে রাস্তায় পোস্টার ফেলে তাঁকে বিহারের আগামী মুখ্যমন্ত্রী কার্যত ঘোষণা করে দিয়েছে আরজেডি।
এদিকে একের পর এক সমীক্ষায় আরজেডি শিবির এগিয়ে। টাইমস নাও বলছে, এনডিএর তরফে জেডিইউয়ের ভোট শেয়ার ১৫.১ শতাংশ, বিজেপি ২০. ১ শতাংষ, হ্যাম ১ শতাংশ, ভিআপি ১.২ শতাংশ। ইউপিএর তরফে আরজেডি ২২. ৯ শতাংশ, কংগ্রেস ৯. ৪ শতাংশ ভোট পাচ্ছে। বলছে টাইমসের সমীক্ষা।

রাজনৈতিক কিস্তিমাতের লড়াইতে বারুদ এবার আলু-পেঁয়াজ, মূল্য বৃদ্ধি নিয়ে মোদীকে চিঠি মমতাররাজনৈতিক কিস্তিমাতের লড়াইতে বারুদ এবার আলু-পেঁয়াজ, মূল্য বৃদ্ধি নিয়ে মোদীকে চিঠি মমতার

English summary
Bihar Assembly elections 2020 results to come, before that Congress protects partymen from poaching
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X