বিহারে ফল গণনায় ২০০ ভোটের ব্যবধানেও চলছে হাড্ডাহাড্ডি লড়াই! ৬৫ শতাংশ গণনার পর পরিস্থিতি কোথায়
নির্বাচন কমিশন জানিয়েছে কোভিডের জন্য মন্থর গতিতে চলছে বিহারের ভোট গণনার প্রক্রিয়া। তার জেরে গভীর রাত পর্যন্ত বিহারে ভোট গণনা এগিয়ে যেতে পারে। এদিকে অন্য়ান্যবারের নির্বাচনে যখন বিকেলেই ভোট চিত্র স্পষ্ট হয়, তখন করোনাযুগের বিহার ভোটে বিকেল পর্যন্ত ৬৫ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে।

৩০০০ ভোটর ব্যবধান কয়টি আসনে?
এখনও পর্যন্ত যা পরিস্থিতিত বিহারে ৩০০০ ভোটের ব্যবধান রয়েছে রাজ্যের ৪৮ টি কেন্দ্রে। ৫০০০০ ভোটের ব্যবধানে দুই প্রার্থী রয়েছেন ৬৬ টি কেন্দ্রে।

১০০০ এর ব্যবধানে কয়টি আসন?
বিহারে ১০০০ ভোটের ব্যবধানে রয়েছে রাজ্য়ের ২১ টি আসন। ৩২ টি আসনে দেখা যাচ্ছে এনডিএ এবং মহাজোট দুই প্রতিপক্ষ ২০০০ ভোটের ব্যবধানে রয়েছেন।

২০০ এর কম আসনে ভোট ব্যবধান
বিহারের একাধিক জায়গায় নীতীশ বনাম তেজস্বী সিবিরের হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছে। ২০০ টিরও কম ভোটে কোথাও কোথাও লড়াই হচ্ছে। মধেপুরা সহ একাধিক জায়গায় এমন ট্রেন্ড দেখা গিয়েছে। বিহারে মোট ৬ টি আসনে এমন ট্রেন্ড দেখা যাচ্ছে। ৫০০ বা তার কম ভোচে লড়াই দেখা যাচ্ছে ১৩ টি আসনে।

এখনও কত ভোট কাউন্টিং বাকি?
৬৫ শতাংশ ভোট ইতিমধ্যেই বিহারে গণনা হয়ে গিয়েছে বলে খবর। তবে এখনও ২.৭ শতাংশ ভোট বিহারে গণনার জন্য বাকি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ৭৭৩৭ শিডিউল রাউন্ড গণনা হয়েছে।

বিজেপির জয় ৬ টিতে
এখনও পর্যন্ত বিহারে নির্বাচন কমিশনের তরফে ১৬টি আসনের ফল ঘোষণা হয়েছে। তারমধ্যে বিজেপি ৬ টিতে, আরজেডি ৩ টিতে, জেডিইউ , ভিআইপি ২ টিতে, সিবিআইএম, এআইএমএম ১ টিতে জয়ী বলে ঘোষিত।

বিহারের ফলে বাংলার পূর্বাভাস পেয়ে গিয়েছেন মুকুল! ২১-এর আগে উজ্জীবিত বঙ্গ বিজেপি