বিহার নির্বাচনের ফল প্রকাশ হতে আজ মধ্যরাত গড়াবে! দুপুর ১ টা পর্যন্ত কী পরিস্থিতি
করোনা পরিস্থিতিতে বিহারে এদিন ৩৮ জেলায় ৫৫ টি এলাকায় ভোট গণনা শুরু হয়েছে। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে দুপুর ১ টা পর্যন্ত ৮৭.৮ লাখ ভোট গণনা হয়েছে। একনজরে কিছু পরিসংখ্যান। রাজনীতির এই আইপিএল নিয়ে এদিন গণনার পরিসংখ্যান জানান দিল নির্বাচন কমিশন।

বিহার নির্বাচনের ফল প্রকাশ হতে মধ্য়রাত গড়াবে
এখনও পর্যন্ত কোভিডের কারমে সকাল থেকে বিহারের ভোট গণনা একটু ধীমে গতিতে চলছে। ৫০ লাখ ভোট বেলা ১১ টা পর্যন্ত গোনা হলেও, আরও ৩ কোটি ভোট গণনার জন্য অন্তত ২২ রাউন্ড গণনা বাকি রয়েছে। মোট ৩৫ রাউন্ড গণনার কথা জানিয়েছেন কমিশন। বিহার নির্বাচন নিয়ে এদিন কমিশন সাফ জানিয়েছে, যেহেতেু গণনা মন্থর রয়েছে তাই , ফলাফল জানতে মধ্যরাত গড়াবে।

ভোট পরিসংখ্যান
বিহারের ভোটে এবারে ১০০০ ভোটের ব্যবধান রয়েছে ৩১ শতাংশ ক্ষেত্রে। ২৩ টি আসনে ৫০০ ব্যবধান রয়েছে দুই প্রতিদ্বন্দ্বির মধ্যে। ৮ টি আসনে ২০০ এর কম ব্যবধান রয়েছে বিহারের দুই প্রার্থীর মধ্যে। ১২৩ আসনে ব্যাবধান ৩০০০। ৮০ টি আসনে ২০০০ রয়েছে ভোট ব্যবধান। বৈশালী, রাজগীরে ভোটের ব্যবধান ১০০এর খানিক ওপরে ।

মাত্র ২৫ শতাংশ গণনা হয়েছে
এদিন নির্বাচন কমিশন জানিয়েছে দুপুর ১ টা পর্যন্ত মাত্র ২৫ শতাংশ ভোট গণনা হয়েছে। কোভিডের জন্য বেশি সংখ্যক গণনাকেন্দ্র থাকলেও, স্বাস্থ্যবিধির কারণে ভোট গণনা মন্থর গতি নিয়েছে।


৬৩ শতাংশ ভোট গণনাকেন্দ্র বাড়ানো হল
৬৩ শতাংশ ভোট গণনা কেন্দ্র বাড়ানো হয়েছে বিহারে। এদিন নির্বাচন কমিশন জানায় দুপুর ১ টার পর থেকে এখনও ১.০৬ লাখ ইভিএম গণনা এখনও বাকি।