For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে গদি দখলের লড়াইয়ে কোন কোন আসন নীতীশ-তেজস্বী যুদ্ধে ভোট ভাগ্য নির্ধারণ করবে! একনজরে তথ্য

বিহারে গদি দখলের লড়াইয়ে কোন কোন আসন নীতীশ-তেজস্বী যুদ্ধে ভোট ভাগ্য নির্ধারণ করবে! একনজরে তথ্য

  • |
Google Oneindia Bengali News

নীতীশ কুমারের শাসনে বিহারের উন্নয়ন এনডিএ শিবিরের ভোট প্রচারের অস্ত্র। অন্যদিকে, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বিহারে মদ্যপান নিয়ে নীতি নিয়মকে কেন্দ্র করে বিরোধী মহাজোট সোচ্চার। আর এসবের মাঝে গোবলয়ের চেনা জাতপাতের রাজনীতি চোরাস্রোতের মতো করে বিহারের ভোটে ভাগ্য নির্ধারণে ব্যস্ত। একনজরে দেখে নেওয়া যাক, বিহার নির্বাচনে কোন ৫ টি আসন তেজস্বী বনাম নীতীশ যুদ্ধের ভাগ্য নির্ধারণ করবে।

লালুর পুত্রবধূর ওপর অত্যাচারের বদলা কি নেবে পরাসার ভোট ব্যাঙ্ক?

লালুর পুত্রবধূর ওপর অত্যাচারের বদলা কি নেবে পরাসার ভোট ব্যাঙ্ক?

প্রসঙ্গত, লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপের সঙ্গে বিহারের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিকা রাইয়ের মেয়ে ঐশ্বর্যের বিয়ে হয়েছিল। বিয়েরপর শ্বশুরবাড়ির হাতে অত্যাচারের অভিযোগ তেলেন ঐশ্বর্য। এমনকি রাবড়ি দেবী তাঁকে শারীরিক অত্যাচার করেন বলেও অভিযোগ তোলেন ঐশ্বর্য । সেই ঐশ্বর্যের বাবা চন্দ্রুকা রাই সারানের পারাসা কেন্দ্র থেকে লড়ছেন। পরাসাতে তিনি ১৯৮৫ থেকে ২০১৫ব সাল পর্যন্ত জিতে এসেছেন। তবে আগে তিনি ছিলেন লালু শিবিরের আরজেডি প্রার্থী, এখন তিনি নীতীশ শিবিরের জেডিইউ প্রার্থী। তাঁকে লড়াই দিতে চলেছেন ছোটে লাল রাই। যিনি জেডিইউ থেকে আবার আরজেডিতে এসেছেন। যিনি আগে চন্দ্রিকার কাছে ২০১৫ সালে হেরেছেন।

 কেন গুরুত্বপূর্ণ রঘোপুর?

কেন গুরুত্বপূর্ণ রঘোপুর?

RJD সুপ্রিমো লালু প্রসাদের ছোটছেলে তথা বিহারে বিরোধী মহাজোটের মুখ তেজস্বী যাদব লড়ছেন বিহারের আরজেডি দূর্গ রঘোপুর থেকে। এই নিয়ে তিনি দ্বিতীয়বার এই আসনে লড়ছেন। এর আগ তিনি ২০১৫ সালে এই আসন থেকে বিজয়ী বিধায়ক। তাঁর বিরুদ্ধে লড়ছেন নীতীশের জেডিইউয়ের সতীশ কুমার। প্রসঙ্গত, সতীশ কুমার ২০১৫ সালে হারলেও, ২০১০ সালে তিনিই লালুপত্নী রাবড়ী দেবীকে এই আরজেডি ঘাঁটিতে পরাস্ত করেছিলেন। ফলে সমানে সমানে লড়াই এখানে আশা করা যাচ্ছে।

হানসাপুরে স্টার প্রার্থী কে?

হানসাপুরে স্টার প্রার্থী কে?

লালু প্রসাদের বড় ছেলে তেজপ্রতার আরজেডি থেকে হানসাপুর কেন্দ্রে লড়ছেন।তাঁর বিরুদ্ধে রয়েছেন জেডিইউয়ের রাজকুমার রায়। ২০১০ সাল থেকে ২০১৫ সালে এই রাজকুমার হানসাপুরের বিধায়ক ছিলেন। প্রসঙ্গ, শোনা যায়, বিহারের মহুয়া কেন্দ্রটি তেজপ্রতাপকে দেওয়া হয়। তবে সেই আসনে তাঁর প্রাক্তন স্ত্রী ঐশ্বর্য প্রার্থী হতে পারেন ভেবে তিনি সেই আসনটি ছেড়ে দেন। যদিও এই তথ্য় মানতে রাজি নয় আরজেডি।

কায়স্থ ভোট 'ফ্যাক্টর ' হবে কোন কেন্দ্রে?

কায়স্থ ভোট 'ফ্যাক্টর ' হবে কোন কেন্দ্রে?

বিহারের বাঁকিপুর কেন্দ্র থেকে শত্রুঘ্ন সিনহার ছেলে লাভ সিনহা ভোটে লড়ছেন। তিনি কংগ্রেসের টিকিটে এখান থেকে লড়ছেন। এলাকায় কায়স্থ ভোট খববই বড় ফ্যাক্টর। এদিকে, তাঁর বিরুদ্ধে রয়েছেন বিজেপির নীতীন নবীন। এখানের অন্যতম স্টার প্রার্থী প্লুরাল পার্টির পুষ্পম প্রিয়া চৌধুরী।

পাটনা সিটি, হেভিওয়েটের লড়াই

পাটনা সিটি, হেভিওয়েটের লড়াই

বিজেপির মন্ত্রী নন্দ কিশোর যাদব লড়ছেন পাটনা সিটি থেকে। মূলত কুশওয়াহা গোষ্ঠীর দাপটে থাকা পাটনা সিটি ব্যবসায়ীদের শহর। সেখানে কংগ্রেসের হয়ে প্রবীণ কুশওয়াহা ভোটে দাঁড়িয়েছেন। এখানের লড়াই যাদব বনাম কুশওয়াহা গোষ্ঠীর।

শুভেন্দু-গড়ে কমজোরি তৃণমূল! আশঙ্কার মধ্যে যে অভয়বাণী দিলেন শিশির অধিকারীশুভেন্দু-গড়ে কমজোরি তৃণমূল! আশঙ্কার মধ্যে যে অভয়বাণী দিলেন শিশির অধিকারী

English summary
Bihar Assembly elections 2020, list of 5 key contesting grounds for Tejaswi and Nitish
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X