For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহার বিধানসভা ভোটে নীতীশে আস্থা রেখে বিজেপি কোন কোন এলাকায় লড়ছে! প্রকাশ্যে তালিকা

  • |
Google Oneindia Bengali News

বিহার বিধানসভা নির্বাচনে আসন রফার পর্ব কাটতেই বিজেপি ও জেডিইউ প্রকাশ্যে আনল নিজেদের আসন অনুপাত। পাশাপাশি এদিন জেডিইউ ও বিজেপির মধ্যে আসন ভাগাভাগির পর বিজেপি নিজের ১২১ টি আসনের তালিকা প্রকাশ্যে আনল।

পরিসংখ্যান ও আসন ভাগ

পরিসংখ্যান ও আসন ভাগ

২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচনে ১২১ টি আসনে লড়ছে বিজেপি। নীতীশের জেডিইউ লড়বে ১২২ টি আসনে এছাড়াও গোবলয়ের আঞ্চলিক দল বিকাশশীল ইনসান পার্টিকে বিজেপি আনুপাতিক হারে রাখবে আসনের ক্ষেত্রে। অন্যদিকে, জিতেন রাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চাকে আসন ভাগ করে দেবে জেডিইউ। এখনও পর্যন্ত এই অঙ্কই স্থির হয়েছে।

 বিজেপি কোন বলয়গুলিতে প্রার্থী দিচ্ছে

বিজেপি কোন বলয়গুলিতে প্রার্থী দিচ্ছে

এদিন বিজেপি যে তালিকা প্রকাশ করেছে, তাতে একাধিক গুরুত্বপূর্ণ আসন রয়েছে। বিহারের বৈশালী, সমস্তিপুর, ভাগলপুর, পাটনা, বাঁকা, ভোজপুর,দারভাঙ্গা, পুরনিয়া, সিয়ান,নও, গয়ার মতো এলাকায় একাধিক আসনে প্রার্থী দিতে চলেছে বিজেপি। এরমধ্যে বুদ্ধগয়া, বেগুসরায় বিধানসভা, ছাপরা, মুজ্জাফ্ফর পুর বিধানসভার মতো গুরুত্বপূর্ণ আসন রয়েছে।

 নীতীশেই ভরসা, এলজেপিকে শিক্ষা!

নীতীশেই ভরসা, এলজেপিকে শিক্ষা!

রামবিলাস পাসওয়ানের দাপট খানিকটা তূর্ণ করতে বিজেপি কার্যত নীতীশে আস্থা রেখে বিহার ভোটে এগোচ্ছে বলে বিশষজ্ঞদের মত। তবে একই সঙ্গে এলজেপিকে ক্যাম্পে রেখে বিজেপি শেষ মুহূর্তে বাজিমাৎ করতে পারে বলে আশা। তবে যাবতীয় ভোট অঙ্কের হিসাব নস্যাৎ করে বিজেপি জানিয়েছে বিহারে নীতীশ কুমারকে তাঁরা মুখ্যমন্ত্রী হিসাবে দেখছে। আর জেডিইউয়ের সঙ্গে তাঁদের সম্পর্ক অটুট।

 বিহারের ভোট অঙ্ক

বিহারের ভোট অঙ্ক

বর্তমান বিহার বিধানসভায় সবচেয়ে বেশি সংখ্যক জয়ী প্রার্থী নিয়ে সংখ্যাগরিষ্ঠতার বিচারে এগিয়ে রয়েছে লালু প্রসাদের আরজেডি। এদের দখলে রয়েছে ৭৩ টি আসন.। এরপর নীতীশের জেডিইউয়ের দখলে ৬৯ টি আসন, বিজেপির দখলে ৫৪ টি, কংগ্রেসের ২৩, সিপিআইএমএল এর ৩ টি আসন। এছাড়াও হিন্দুস্তান আওয়াম ও অল ইন্ডিয়া মজলিসে ইত্তহাদুলের দখলে ১ টি ও ৫ জন নির্দল রয়েছেন সেখানে।

English summary
Bihar Assembly Elections 2020, BJP releases list of 121 constituencies for party candidates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X