For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহার জিতলেও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ চড়ছে জেডিইউর! কোন 'ষড়যন্ত্র' নিয়ে সরব ত্যাগী

বিহার জিতলেও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ চড়ছে জেডিইউর! কোন 'ষড়যন্ত্র' নিয়ে সরব ত্যাগী

  • |
Google Oneindia Bengali News

বিহার বিধানসভা নির্বাচনে একের পর এক প্রতিকূলতাকে সঙ্গে নিয়ে লড়ে রুদ্ধশ্বাস ভোট যুদ্ধ জিতেছে এনডিএ। এনডিএর মধ্যে নীতীশের জেডিইউকে ছাপিয়ে বিজেপি বড় জয় পেয়েছ বিহারে। তবে গোটা বিষয়টি নিয়ে ক্ষোভ চড়েছে জেডিইউ শিবিরে। ফের একবার এলজেপি ও ষড়যন্ত্র নিয়ে মুখ খোলেন জেডিইউয়ের কসি ত্যাগী।

 তেজস্বী, তেজপ্রতাপের নেপথ্যে চিরাগ!

তেজস্বী, তেজপ্রতাপের নেপথ্যে চিরাগ!

এদিন এক বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে এসে জেডিইউয়ের কেসি ত্যাগী জানিয়েছেন, বিহারে তেজস্বী ও তেজপ্রতাপকে সুযোগ করে দেওয়া থেকে, আরজেডিকে সুবিধা পাইয়ে দেওয়া পর্যন্ত একাধিক কাজ করেছে এলজেপি।

এনডিএ ও ষড়যন্ত্র

এনডিএ ও ষড়যন্ত্র

এদিন কেসি ত্যাগী বলেন, বিজেপির উচিত এবার সদর্পে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া , যা এলজেপি আর এনডিঅর সঙ্গে নেই। এলজেপিকে অমিত শাহের' ছাড় ' দেওয়া নিয়ে ব্যাপক ক্ষুব্ধ জেডিইউ। তাঁরা এলজেপির কর্মপদ্ধতিকে ষড়যন্ত্র বলে ব্যাখ্যা করেছেন।

ভোট কমেনি , সিট কমেছে

ভোট কমেনি , সিট কমেছে

জেডিইউ শিবিরের দাবি, বিহারে জেডিইউয়ের ভোট কমেনি। কারণ তাঁরা আগের বারের মতোই ১৬ শতাংশ ধরে রেখেছে। তবে সিট কমেছে। আর তা জোটের জন্যই কমেছে। প্রসঙ্গত, ২০১৫ সালে নীতীশের জেডিইউয়ের জোট ছিল লালু আরজেডির সঙ্গে।

 বিজেপির ফায়দা

বিজেপির ফায়দা

এদিন কেসি ত্যাগী বলেন, বিজেপি বিহারের ফল নিয়ে অসম আর বাংলা দখলে যাবে। কিন্তু মনে রাখতে হবে, এর পেছনে পাঞ্জাব, ঝাড়খণ্ড, রাজস্থানে হারের ছবিও রয়েছে। ফলে এনডিএকে শক্ত করতে তারা সত্ত্বর এলজেপি নিয়ে ব্যবস্থা নিক।

মোদীর সভাপতিত্বে আসিয়ান সম্মেলন, চিনা আগ্রাসন নিয়ে হতে পারে আলোচনামোদীর সভাপতিত্বে আসিয়ান সম্মেলন, চিনা আগ্রাসন নিয়ে হতে পারে আলোচনা

English summary
Bihar assembly election results 2020 JDU says BJP should take a firm decision LJP for conspiracy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X