বিহার বিধানসভা ভোটে অস্তিত্ব জাহির ওয়েইসির, বিজেপিকে কোনওমতেই সমর্থন, কড়া সিদ্ধান্ত AIMIM-র
মাত্র এক বছর হয়ে বিহারে দল জমিয়ে বসেছেন আসাদউদ্দিন ওয়েইসি। তারমধ্যেই যে এতো জনসমর্থন পাবেন আশা করেননি। রাত ৯টা পর্যন্ত প্রকাশিত ফলাফলে বিহারে ৫টি আসনে জয়ী হয়েছেন এআউএআইএমের প্রার্থীরা। তারপরেই সাংবাদিক বৈঠক করে ওয়েইসি বিহারের ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে সমালোচকদের কড়া জবাব দিয়ে বলেছেন, যাঁরা বিজেপির ভোট ভাঙানোর হাতিয়ার বলে আক্রমণ করেছিলেন তাঁরা এবার জবাব পাবেন।

বিহারে সাফল্য ওয়েইসিদের
বিহার বিধানসভা ভোটে রাত ৯টা পর্যন্ত ৫টি আসনে জয়ী হয়েছেন আসাদউদ্দিন ওয়েইসির দল এআএমআইএম। এতো অল্প সময়ের মধ্যে বিহার ভোটের নিজের দলের এই সাফল্যর জন্য ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন ওয়েইসি। তিনি সাংবাদিক বৈঠক করে বলেছেন, এই পরিস্থিতিতে যাঁরা তাঁর দলের উপর আস্থা রেখে ভোট দিয়েছেন তাঁদের নিরাশ করবে না দল।

বিহারে জয় ওয়েইসির
বিহারে বিধানসভা ভোটে ভাল ফল করেছে আসাদউদ্দিন ওয়েইসির দল। ৫টি কেন্দ্রে জয় পেয়েছেন এআইএমআইএমের প্রার্থীরা। আমুর, কোচাধামন, জোকিহাট, বাসাই, বাহাদুরগঞ্জ এই পাঁচ কেন্দ্রে জয়ী হয়েছেন ওয়েইসির দলের প্রার্থীরা। আখতারুল ইমান, মুহম্মদ ইজহার আসফি, শহনওয়াজ আলম, সইদ রুকনুউদ্দিন এবং আজহার নয়ামি জয়ী হয়েছেন।

বিজেপিকে সমর্থন নয়
ভোটের ফলাফল প্রকাশের আগে ওয়েইসিদের আক্রমণ করে অভিযোগ করা হয়েছিল বিজেপি ভোট ভাঙাতে ওয়েইসিকে ব্যবহার করেছে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী অভিযোগ করেছিলেন ওয়েইসিকে নিয়ে। তার প্রেক্ষিতেই কড়া জবাব দিয়েছেন তিনি। তিনি পাল্টা আক্রমণ করে বলেছেন তাঁর দল কোনও ভাবেই বিজেপিকে সমর্থন করেনি। করবেও না। এবা যোগ্য জবাব পাবেন সমালোচকরা।

বিহারে হাড্ডাহাড্ডি লড়াই
এদিকে এনডিএ এবং মহাজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বিহারে। একক বৃহত্তম দলের দৌড়ে পিছিয়ে পড়েছে বিজেপি। কড়া টক্কর দিচ্ছে আরজেডি। গণনায় কারচুিপ হচ্ছে অভিযোগ করে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস এবং আরজেডির নেতারা।