For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহার ভোটে বিজেপি জোটের সামনে শিবসেনা কাঁটা! কোন তাবড় এনডিএ প্রার্থীর বিরুদ্ধে নামছেন সেনা সদস্য

বিহার ভোটে বিজেপি জোটের সামনে শিবসেনা কাঁটা! কোন তাবড় এনডিএ প্রার্থীর বিরুদ্ধে নামছেন সেনা সদস্য

  • |
Google Oneindia Bengali News

রণ দুন্দুভি বেজে গিয়েছে ২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনের। ইতিমধ্যেই আসন অঙ্ক স্থির করে ফেলেছে শাসক ও বিরোধী শিবির। শাসক বিজেপি-জেডিইউ এর এনডিএ এবং বিরোধী লালু প্রসাদের দল আরজেডির নেতৃত্বাধীন জোট সকলেরই আসন সংখ্যা জানিয়েছে। এমন অবস্থায় সুদূর মহারাষ্ট্রের আঞ্চলিক দল শিবসেনা বিজেপিকে একহাত নিতে তৈরি বিহারে।

 বিহারে শিবসেনার লড়াই কতটা কঠিন?

বিহারে শিবসেনার লড়াই কতটা কঠিন?

বিহারের বুকে শিবসেনা সেভাবে জমি দখল করতে পারবে না বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের বিশ্বাস। কারণ মহারাষ্ট্রে গোবলয়ের মানুষের বিরুদ্ধে সরব হওয়া ও আঞ্চলিকতার নিয়ে সোচ্চার হওয়া দল হিসাবে শিবসেনার পরিচিতি রয়েছে সেখানের মানুষের কাছে। সদ্য সুশান্ত সিংয়ের মৃত্যুকে কেন্দ্র করে বিহার বনাম মহারাষ্ট্রের সংঘাতে শিবসেনা সরকার বিহার পুলিশের বিরোধিতায় নামলে তা খুব একটা সহজে মেনে নেয়নি গোবলয়ের মানুষ।

কেন শিবসেনা বিহারের ময়দানে!

কেন শিবসেনা বিহারের ময়দানে!

উল্লেখ্য, বিরোধীদের তরফে বিজেপির হিন্দুত্ব ভোটব্যাঙ্কের ভোট কাটতেই শিবসেনার বিহার আগমন। এছাড়াও জাতীয় রাজনীতিতে দাগ রেখে যেতে শিবসেনার কাছে এই নির্বাচন গুরুত্বপূর্ণ। কারণ জাতীয় রাজনীতিতে গোবলয়ের প্রভাব সবচেয়ে জোরদার। সেক্ষেত্রে বিহার বড় আঙিনা।

 কতগুলি সিটে লড়াই শিবসেনার?

কতগুলি সিটে লড়াই শিবসেনার?

উল্লেখ্য, বিহারে সর্বমোট সম্ভবত ৫০ টি আসনে শিবসেনা লড়বে। এখনও পর্যন্ত মারাঠি আঞ্চলিক দল এমনটাই ঠিক করেছে।

এনডিএর কোন তারকা প্রার্থীর বিরুদ্ধে শিবসেনা নামছে?

এনডিএর কোন তারকা প্রার্থীর বিরুদ্ধে শিবসেনা নামছে?

এনডিএর তরফে নীতীশের জেডিইউতে সদ্য যোগ দেওয়া প্রাক্তন ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডের বিরুদ্ধে বক্সার থেকে লড়বেন শিবসেনার প্রতিনিধি। একথা জানিয়েছে শিবসেনার অনিল দেশমুখ। ফলে বিহার নির্বাচন ঘিরে রণদামামা আরও জোরদার হল।

বিহার নির্বাচন ২০২০ তে বাহুবলী থেকে পরিবারতন্ত্র-রাজ কতটা পোক্ত! একনজরে কিছু তথ্য বিহার নির্বাচন ২০২০ তে বাহুবলী থেকে পরিবারতন্ত্র-রাজ কতটা পোক্ত! একনজরে কিছু তথ্য

English summary
Bihar assembly election 2020 Shiv Sena to field candidate against NDA, may fight in 50 seats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X