For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেড় দশক পর ফের বিহারে 'যাদব ঝড়', নীতীশের বিদায় ঘণ্টা বাজিয়ে দিলেন তেজস্বী

Google Oneindia Bengali News

নির্বাচনের ফলাফলের আগেই নীতীশ কুমারের বিদায়ী ঘণ্টা বাজিয়ে দিলেন আরজেডি নেতা তথা বিরোধী মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। রবিবার বিহার জুড়ে ১২টি জনসভায় বক্তব্য রেখে কেন্দ্র এবং সেরাজ্যের এনডিএ সরকারকে দোষারোপ করেছেন বিহারের বেহাল দশার জন্যে। বেকারত্ব, পরিযায়ী সমস্যা ছাড়াও মুদ্রাস্ফীতি নিয়ে সরব তেজস্বী যাদব। এবং তাঁর নিশানায় রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার।

বিহারে উন্নয়নই হাতিয়ার বিজেপির, তেজস্বী ও 'দেশদ্রোহী' কংগ্রেসকে চ্যালেঞ্জ জেপি নাড্ডারবিহারে উন্নয়নই হাতিয়ার বিজেপির, তেজস্বী ও 'দেশদ্রোহী' কংগ্রেসকে চ্যালেঞ্জ জেপি নাড্ডার

নীতীশজির বিদায় ঘণ্টা বেজে গিয়েছে

নীতীশজির বিদায় ঘণ্টা বেজে গিয়েছে

নীতীশ কুমারকে আক্রমণ শানিয়ে তেজস্বী এদিন বলেন, 'নীতীশজি আর বিহারের দায়িত্বভার সামলাতে পারছেন না। আমরা তাই বিহারের জনগণের কাছে আবেদন করছি আমাদের একটা সুযোগ দিতে। ১৫ বছরে যা আমাদের মুখ্যমন্ত্রী করে দেখাতে পারেননি, তাই আমরা করে দেখাতে চাই। নীতীশজির বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। তিনি ক্লান্ত। তিনি আর কোনও কাজ করতে পারবেন না।' পাশাপাশি ফের এদিন সরকারি চাকরির বিষয়ে বলেন তেজস্বী।

১০ লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি

১০ লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি

তেজস্বীর বক্তব্য সরকারি চাকরির সূন্যপদ ভরতে ব্যর্থ হয়েছে এই এনডিএ সরকার। বিহারের প্রতি ১ লক্ষ জনগণের জন্য মাত্র ৭৭ জন করে পুলিশ কর্মী। আমরা সরকারের এলে এই সমীকরণ বদলাবে। আমরা রাজ্যে ১০ লক্ষ সরকারি চাকরির জন্য সূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করব প্রথম দিনেই।

সরকারি কর্মচারীদের অবসরের বয়স নিয়ে জল্পনা

সরকারি কর্মচারীদের অবসরের বয়স নিয়ে জল্পনা

পাশাপাশি নেতা এবং মহাগঠবন্ধন জোটের মু্খ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব সরকারি কর্মচারীদের অবসরের বয়স নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আক্রমণ করেন৷ নীতীশ কুমার রাজ্যের সরকারি কর্মচারীদের অবসরের বয়স ৫০ বছর করতে ডিক্রি জারি করেছেন বলে খবর ছড়িয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তাঁকে আক্রমণ করেন তেজস্বী৷

কী বললেন তেজস্বী

কী বললেন তেজস্বী

তিনি বলেন, 'সরকারি কর্মচারীদের পঞ্চাশ বছরে অবসর গ্রহণের ডিক্রি জারি করেছেন নীতীশ কুমার৷ কিন্তু তিনি নিজেই সত্তরোর্ধ্ব৷ তবে এবার তাঁকে জনসাধারণ অবসর দিতে চলেছেন৷ যদি, আমাদের সরকার গঠিত হয় তাহলে আমরা অবসরের বয়স বাড়াব৷' পাশাপাশি তিনি সেই রাজ্যের উচ্চ শিক্ষাব্যবস্থার করুণ অবস্থা নিয়েও আক্রমণ করেন তিনি৷

নীতীশ কুমারের বিরুদ্ধে তেজস্বীর অভিযোগ

নীতীশ কুমারের বিরুদ্ধে তেজস্বীর অভিযোগ

এছাড়া এনডিএর মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমারের ১৫ বছরের শাসনকালে বিহারের শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পক্ষেত্রে কোনও উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেছেন তেজস্বী। নির্বাচনী জনসভায় তেজস্বী যাদব বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমারকে আক্রমণ করে বলেছিলেন, নীতীশ কুমার কখনই স্বাস্থ্য়, শিক্ষা, উপার্জন ও সেচ ব্য়বস্থার উন্নতিতে নজর দেননি৷

বিহারকে তেজস্বীর আশ্বাস

বিহারকে তেজস্বীর আশ্বাস

তেজস্বী বলেন, 'নীতীশ কুমার কোনও দিনই বিরোধীদের কোনও অভিযোগই শুনতে চাননি ৷ যার ফলে বিহারের অধিকাংশ যুবক বাইরের রাজ্যে কাজের জন্য যাচ্ছে৷' পাশাপাশি তেজস্বী আশ্বাস দেন, আরজেডি-কংগ্রেস জোট সরকারের ক্ষমতায় এলে তারা শিক্ষা, স্বাস্থ্য় এবং সেচ ব্য়বস্থায় জোর দেবে৷

English summary
Bihar assembly election 2020, Nitish Kumar's farewell message from RJD's Tejashwi Yadav
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X