For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মদহীন 'শুখা' বিহারকে ক্রমেই জাপটে ধরেছে মাদকের শুকনো নেশা! ভোটের মুখে কড়া চ্যালেঞ্জ নীতীশের সামনে

  • |
Google Oneindia Bengali News

বিহার নির্বাচনের দিন,ক্ষণ ,তারিখ ঘোষিত। ফলে কার্যত ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে বিহারে। দুর্গাপুজো মিটলেই পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যে ভোট। এমন পরিস্থিতিতে মাদক চক্রের জাল নীতীশ সরকারকে বিপাকে ফেলতে পারে ভোটে , বলে মনে করা হচ্ছে। বিহারের ভূমিপুত্র সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে যেখানে মাদক যোগের খবর উঠতে শুরু করেছে, সেখানে বিজেপি জোট সরকারের রাজ্যে এমন মাদক চক্র ঘিরে শঙ্কার মেঘ গাঢ় হচ্ছে।

নীতীশ সরকারের মদ নিষেধাজ্ঞা পরবর্তী সময় ও চ্যালেঞ্জ

নীতীশ সরকারের মদ নিষেধাজ্ঞা পরবর্তী সময় ও চ্যালেঞ্জ

এক সর্বভারতীয় চ্যানেলের খবর অনুযায়ী, নীতীশ সরকার রাজ্যে মদের ওপর নিষেধাজ্ঞা জারির পর থেকেই বিহারে ক্রমেই ঘুর পথে রমরমা বেড়েছে মাদকের। পাটনা জুড়ে আপাতত ভিড় রয়েছে জেইই ও নিট পরীক্ষার্থীদের। অনেকেই কেরিয়ার গড়তে এই শহরে টিউশনের জন্য আসেন। আর সেই সমস্ত অল্প বয়সী ছাত্রদের পাকড়াও করে পাটনার বহু গলিতে গোপনে মাদক চক্র জোরালো হতে শুরু করেছে।

বুমেরাং হয়েছে নীতীশের চাল!

বুমেরাং হয়েছে নীতীশের চাল!

উল্লেখ্য, নীতীশ কুমার ২০১৫ সালের ভোটের আগে বিহারকে প্রতিশ্রুতি দেন যে, তিনি রাজ্য থেকে মদ্যপান দূর করবেন। কারণ মদ্যপানের জেরে বিহারে বহু অপরাধ, গার্হস্থ্য অপরাধের ঘটনা ঘটে। প্রতিশ্রুতি মতো নীতীশ কুমার রাজ্যে মদ্যপানে নিষেধাজ্ঞা জারি করেন। মনে করা হয়েছিল মহিলা ভোটার দের মন পেতে নীতীশ জনমোহিনী এই সিদ্ধান্ত নেন। তবে সেই সিদ্ধান্তই নীতীশের কাছে বুমেরাং হয়ে আসে। বিহারে মদ্যপানের পরিবর্ত হিসাবে জাল ছড়ায় মাদক চক্র।

 নেপাল থেকে বিহারে ঢুকছে মাদক!

নেপাল থেকে বিহারে ঢুকছে মাদক!

দেখা গিয়েছে,পাকিস্তান ,পাঞ্জাব থেকে যখন পশ্চিমের রাজ্যে মাদক ঢুকছে চোরাপথে, তখন বিহারে নেপালের পথে মাদক ঢুকতে শুরু করেছে। অভিযোগ উঠছে, বিহারে নীতীশ সরকারের নজরদারির গাফলতির জন্যই রাজ্যে এমন অবস্থা। উল্লেখ্য়, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে এই মাদক চক্র নীতীশের সামনে বড় কাঁটা হয়ে যাচ্ছে।

২০১৫ সালের পরবর্তী পরিসংখ্যান

২০১৫ সালের পরবর্তী পরিসংখ্যান

পাটনার বহু রিহ্যাবিলিটেশন সেন্টার বলছে, ২০১৫ সালের আগে মাদকাসক্তের সংখ্যা অনেকটাই কম ছিল।, তবে , ২০১৫ সালে নীতীশ কুমারের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের পর থেকে সেই সংখ্যা বাড়তে শুরু করে দিয়েছে। ২০১৫ সালের পর ২০০০ জন মাদকাসক্তকে সুশ্রুষা করেছে বলে জানিয়এছে পাচনার দিশা রিহ্যাবিলিটেশন সেন্টার।

নীতীশ সরকারের ব্যর্থতা!

নীতীশ সরকারের ব্যর্থতা!

বলিউডের এনসিবি তদন্ত বলছে, পাকিস্তান থেকে ঘুরপথে পাঞ্জাবের অমৃতসর হয়ে ভারতে ঢুকছে মাদক। যা বলিউডে সরবরাহ হচ্ছে। এদিকে, বিহারে ২০১৫ সালের পর থেকে প্রচুর মাদক উদ্ধার হয়েছে। ২০১৫ সালে ১৪ কেজি গাঁজা উদ্ধারের পরিসংখ্যান মেলে., যা ২০১৭ সালে ২৮,৮৮৭ কেজিতে ঠেকেছে। আফিম ২০১৫ সালে ২ কেজি উদ্ধার হয় বিহারে, ২০১৭ সালে ৩২৮ কেজি আফিম উদ্ধার হয়েছে নীতীশ রাজ্যে।

English summary
Bihar assembly election 2020, how Drug racket business become challenge for Nitish Government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X