For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহার নির্বাচন ২০২০: লালুর ঘরের মাঠে কিভাবে তেজস্বীকে মাত দেওয়ার পরিকল্পনা বিজেপির! পোক্ত গেমপ্ল্যান

বিহারে লালুপুত্র তেজস্বীকে হারাতে কোন কোন গেমপ্ল্যানে রয়েছে বিজেপি

  • |
Google Oneindia Bengali News

বিহারের রাঘোপুর আসন আপাতত বিহার নির্বাচনের অন্যতম আকর্ষণ কেন্দ্র। আরজেডির এই শক্ত জমিতে এবার খোদ লালুপুত্রকে নির্বাচনে পরাজিতকরার ছক কষেছে বিজেপি। একনজরে দেখে নেওয়া যাক, বিহার নির্বাচনে লালু শিবিরকে মাত দিতে কিভাবে প্ল্যান করেছে বিজেপি।

সেনাপতি সহ দুর্গ ফেলার গেমপ্ল্যান

সেনাপতি সহ দুর্গ ফেলার গেমপ্ল্যান

বিহারে বিজেপি- জেডিইউ জোটের বিরোধী শিবির মহাজোটের প্রধন হলেন আরজেডি প্রধান লালু পুত্র তেজস্বী। আর বিরোধীদের সেনাপতিকে রঘোপুর কেন্দ্র থেকে পরাজিত করতে জেডিইউকে সঙ্গে নিয়ে পরিকল্পনা ধরে রেখেছে বিজেপি।

হোম গ্রাউন্ডে বোল্ড করার প্ল্যান!

হোম গ্রাউন্ডে বোল্ড করার প্ল্যান!

বৈশালী জেলার রঘোপুরে ইতিমধ্যেই বাস্তবের পরিস্থিতি রেইকি করে দেখতে শুরু করে দিয়েছে বিজেপির একাধিক ক্যাডার। এছাড়াও সেখানের জনগোষ্ঠীর জাতপাতের সমীকরণের ওপরেও নজর রাখছে পদ্মশিবির। ব্লকস্তরে এই বিষয়ে বহু আলোচনা হয়েছে বলে খবর , বিজেপির অন্দরমহল থেকে।

২৪২ টি ভোটের লিড ও রঘোপুর

২৪২ টি ভোটের লিড ও রঘোপুর

উল্লেখ্য, বিহারে সর্বশেষ নির্বাচনে রঘোপুর থেকে ২৪২ টি ভোটের লিডে জিতেছিল লালু প্রসাদের আরজেডি। তার আগে ২০১০ সালের বিধানসভা ভোটে এই জায়গা থেকে ভোটে দাঁড়ান লালুপত্নী রাবড়ি দেবী। তিনি সেবার নীতীশের জেডিইউয়ের কাছে হেরেছিলেন।

রঘোপুর পদ্ম-ফোকাসে

রঘোপুর পদ্ম-ফোকাসে

এরপর ২০২০ সালের ভোটে ১০ বছর পুরোন ইতিহাসকে বাস্তবায়িত করতে ময়দানে নেমে ভোট অঙ্ক কষছে বিজেপি। মূলত, বিজেপির আপাতত তেজস্বীকে বিঁধতে রঘোপুরে সর্বশক্তি লগিয়ে দিয়েছে। যাতে বিরোধীদের সেনাপতির পতন ঘটিয়ে তুমুল ধাক্কা দেওয়া যায় বিরোধী শিবিরে।

'বিবেকানন্দের ছবি বাড়িতে টাঙানো থাকলে বিজেপি সরকার আরও ৩০-৩৫ বছর থাকবে', ফের খবরে বিপ্লব দেব 'বিবেকানন্দের ছবি বাড়িতে টাঙানো থাকলে বিজেপি সরকার আরও ৩০-৩৫ বছর থাকবে', ফের খবরে বিপ্লব দেব

English summary
Bihar Assembly election 2020, How BJP planes to block Tejaswi in RJD's strong turf
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X