For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিহার মে ই বা', বিজেপির নতুন স্লোগান ভোজপুরী স্বাদে কাকে জবাব দিচ্ছে! চড়ছে ভোট পারদ

'বিহার মে ই বা', বিজেপির নতুন স্লোগান ভোজপুরী স্বাদে কাকে জবাব দিচ্ছে! চড়ছে ভোট পারদ

  • |
Google Oneindia Bengali News

ভোট দামামা বাজতেই লালু প্রসাদের ক্যাম্প থেকে খোদ লালু প্রসাদই সুর চড়ান 'উঠো বিহারি , করো তৈয়ারি' স্লোগান দিয়ে। এরপর থেকেই বিহার নির্বাচনে একের পর এক স্লোগান উঠে আসছে। প্রসঙ্গত, গোলবয়ে বিশেষত বিহারে নির্বাচনে চিরকালই স্লোগান ঘিরে আলাদা নজর টেনেছে রাজনৈতিক দলগুলি। ভোজপুরী স্বাদে বিভিন্ন চটকদার স্লোগান এযাবৎকাল বিহার পেয়েছে। এবারে ভোট পারদ চড়াচ্ছে 'বিহার মে কা বা' বনাম 'বিহার মে ই বা' লড়াই।

 'কা বা' -'ই বা'র তালে গোবলয় মাত!

'কা বা' -'ই বা'র তালে গোবলয় মাত!

অভিনেতা মনোজ বাজপেয়ী 'মুম্বই মে কা বা'(অর্থাৎ মুম্বইতে কী চলছে) গানটি গেয়ে কয়েকদিন আগেই শিরোনাম কেড়েছিলেন। তারপর সেই স্টাইল ধরে রেখে নেহা সিং রাঠোর বিহারের জন্য গেয়েছিলেন 'বিহার মে কা বা' (বিহারে কি চলছে)। যার উত্তরে বিজেপি জবাব দিল 'বিহার মে ই বা' (বিহারে এটা চলছে) গানের হাত ধরে।

 বিজেপি কী জানিয়েছে?

বিজেপি কী জানিয়েছে?

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও বিশেষ গায়ক গায়িকাকে নির্দিষ্ট করে তারা রাজনৈতিক নিশানা দাগছেন না। বরং আরজেডি ও কংগ্রেসকে টার্গেট করে বিহারের উন্নয়ন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেই 'বিহার মে ই বা' গানটি তারা প্রকাশ্যে এনেছে।

 'বিহার মে কা বা' কেন আলোচিত?

'বিহার মে কা বা' কেন আলোচিত?

প্রসঙ্গত, বিহারে এনডিএ সরকারের গত কয়েক বছরের ব্যর্থতাকে তুলে ধরেই গাওয়া হয়েছে 'বিহার মে কা বা' গানটি। যার জবাব বিজেপি দিচ্ছে 'বিহার মে ই বা'র হাত ধরে। মূলত , মনোজের স্টাইলে নেহাও এই 'কা বা' ভার্সানে বিহারের পরিযায়ী শ্রমিকদের দুঃখ তুলে ধরেছেন। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ভূমিকারও সমালোচনা উঠে আসে তাঁর গ্রামে।

 'জব তক রহেগা সমোসে মে আলু...'বিহার ও স্লোগান যুদ্ধ

'জব তক রহেগা সমোসে মে আলু...'বিহার ও স্লোগান যুদ্ধ

বিহারে চিরকালই স্লোগান যুদ্ধ ভোট পারদ চড়িয়েছে। ঠিক যেভাবে বাংলার ভোটে দেওয়াল লিখন ভোটের আমেজ তৈরি করে,সেভাবেই বিহারে স্লোগানের জনপ্রিয়তা ভোট মেজাজ তুঙ্গে রাখে। এমনই কিছু স্লোগানের মধ্যে হিট হয়, 'জব তক রহেগা সমোসে মে আলু, বিহার মে রহে জায়গা লালু'। এছাড়া নীতীশপন্থীরা লেখেন, 'ঝাঁসে মে না আয়ে, নীতীশ কো জিতায়ে', 'বহুত হুয়া জুমলো কা ভার, ফির একবার নীতীশ কুমার'।

নারী শিক্ষায় বিপুল আর্থিক সাহায্যে প্রতিশ্রুতি,ভার্চুয়াল ব়্যালি থেকে লালু-রাবড়িকে নিশানা নীতীশেরনারী শিক্ষায় বিপুল আর্থিক সাহায্যে প্রতিশ্রুতি,ভার্চুয়াল ব়্যালি থেকে লালু-রাবড়িকে নিশানা নীতীশের

English summary
Bihar assembly election 2020, BJP launches ‘Ee ba’ to counter ‘Ka ba’ in Bihar polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X