For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রবল দুর্যোগে মুহূর্তে ধূলিস্য়াৎ বাড়ি-স্কুল! উত্তরপ্রদেশ-বিহারের করুণ দৃশ্য ভিডিওবন্দি

প্রবল প্রাকৃতিক দুর্যোগে রীতিমতো বিপর্যস্ত উত্তর প্রদেশ থেকে বিহার। উত্তরপ্রদেশের কেহরপুরে ও বিহারের কাটিহারে প্রবল প্রাকৃতিক দুর্যোগের জেরে পর পর ভেঙে যায় দুটি বাড়ি।

  • |
Google Oneindia Bengali News

প্রবল প্রাকৃতিক দুর্যোগে রীতিমতো বিপর্যস্ত উত্তর প্রদেশ থেকে বিহার। উত্তরপ্রদেশের কেহরপুরে ও বিহারের কাটিহারে প্রবল প্রাকৃতিক দুর্যোগের জেরে পর পর ভেঙে যায় দুটি বাড়ি। আর সেই করুণ দৃশ্য ভিডিওবন্দি হতেই তা ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে উত্তর ভারত জুড়ে ব্যাপক বৃষ্টিপাতে বিধ্বস্ত বিস্তৃর্ণ এলাকা।

গঙ্গার গ্রাসে বাড়ি!

বহুদিন ধরেই বিহারের কাটিহারের এই স্কুলটি একটু একটু করে গঙ্গার গ্রাসে পড়ে যাচ্ছিল। আর আচমকাই একদিন স্কুলের শেষ অংশটুকুও গ্রাসে চলে যায় গঙ্গার। আর সেই ভয়াবহ দৃশ্য এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

উত্তরপ্রদেশে বৃষ্টিত বাড়ি-ধ্বস

উত্তরপ্রদেশের কেহরপুরে প্রবল বৃষ্টির জেরে ব এই বাড়িটি চোখের নিমেষে ধ্বসে যায়। আর সেই করুণ দৃশ্যও এদিন ভিডিওবন্দি হয়ে যায়। উত্তর প্রদেশের বালিয়ার এই ছবি আপাতত সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ।

 গঙ্গার গ্রাস!

গঙ্গার গ্রাস!

প্রসঙ্গত, কাটিহার ও বালিয়ার ঘটনায় বারবার উঠে এসেছে ভয়ঙ্কর গঙ্গার ভাঙন। বেশ কয়েকদিনের বৃষ্টিতে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে বলে খবর। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমেও বাড়ছে জলস্তর। আর তার জন্যই এমন প্রাকৃতিক বিপর্যয় ও গঙ্গার ভাঙন বাড়ছে বলে জানা যায়।

<strong>[ লাদাখে চৈনিক আস্ফালনের পর ভারতীয় সেনার নর্দান কমান্ড চিফ এলাকা পরিদর্শনে! চড়ছে কৌতূহলের পারদ ]</strong>[ লাদাখে চৈনিক আস্ফালনের পর ভারতীয় সেনার নর্দান কমান্ড চিফ এলাকা পরিদর্শনে! চড়ছে কৌতূহলের পারদ ]

<strong>[ অভিযুক্ত আছেন রাজ্যেই, জানালেন কারণ! কারা কারা জানেন রাজীব কুমারের অবস্থান, হদিশ দিলেন মুকুল ]</strong>[ অভিযুক্ত আছেন রাজ্যেই, জানালেন কারণ! কারা কারা জানেন রাজীব কুমারের অবস্থান, হদিশ দিলেন মুকুল ]

English summary
Bihar and UP Rain update, videos of house collapse goes viral .An intense video of a house collapsing within seconds has been caught on camera. The dramatic moment was recorded in Keharpur village in Uttar Pradesh’s Balia. The house reportedly collapsed due to heavy and continuous rainfall in the area.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X