For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডিসেম্বর শেষের আগেই গোয়া-অসম-মেঘালয়-দার্জিলিং সফর! বড় পরিকল্পনা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের

মাসের শুরুটা তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) করেছিলেন প্রশাসনিক বৈঠকের জন্য জেলা সফর দিয়ে। বাকি মাসটাও অবশ্যই ব্যস্ততাতেই কাটতে চলেছে তাঁর। তবে সেই ব্যস্তত

  • |
Google Oneindia Bengali News

মাসের শুরুটা তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) করেছিলেন প্রশাসনিক বৈঠকের জন্য জেলা সফর দিয়ে। বাকি মাসটাও অবশ্যই ব্যস্ততাতেই কাটতে চলেছে তাঁর। তবে সেই ব্যস্ততা শুধু পশ্চিমবঙ্গের (West Bengal) মধ্যে সীমাবদ্ধ থাকছে না। দুদিন পরেই তিনি যাচ্ছেন গোয়ায় (Goa)। এরপর তিনি যাবেন অসমে (Assam), সেখানে থেকে মেঘালয়ে (Meghalaya)। ফিরেই দার্জিলিং (Darjeeling)-এ। এমনটাই খবর সূত্রের।

১৩ ডিসেম্বর গোয়া যাচ্ছেন মমতা

১৩ ডিসেম্বর গোয়া যাচ্ছেন মমতা

এখনও পর্যন্ত সূচি অনুযায়ী, ১৩ ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া যাচ্ছেন। সেখানে তাঁর সঙ্গী হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত দুমাসের হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা দ্বিতীয় গোয়া সফর। এর আগে তাঁর অক্টোবর শেষের সফরে তৃণমূলে যোগ দিয়েছিলেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেত্রী নাফিসা আলি। এবার তৃণমূল সুপ্রিমো গোয়ায় গিয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন বলে জানা গিয়েছে। এছাড়াও সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে তৃণমূল কী চাইছে গোয়ার জন্য, তা তুলে ধরতে পরেন।
তৃণমূলের পরিকল্পনা হল, গোয়াস একটি স্থিতিশীল সরকার তৈরি করা। যেমনটি রয়েছে পশ্চিমবঙ্গে।

১৫ ও ১৬ কলকাতার পুর নির্বাচনের প্রচার

১৫ ও ১৬ কলকাতার পুর নির্বাচনের প্রচার

গোয়া থেকে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ ও ১৬ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচনী প্রচারে অংশ নেবেন। বেহালা চৌরাস্ত, বাঘাযতীন-সহ বেশ কিছু জায়গায় তিনি সভা করবেন বলে এখনও পর্যন্ত ঠিক আছে। প্রসঙ্গত কলকাতা পুরসভায় ভোটগ্রহণ হল ১৯ ডিসেম্বর।

২০ ডিসেম্বর অসম যাওয়ার কথা

২০ ডিসেম্বর অসম যাওয়ার কথা

সাম্প্রতিক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর-পূর্ব ভারতের রাজ্য সফর করেননি। বিশেষ করে ২০২১-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করার পরে। দলীয় সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় ২০ ডিসেম্বর অসম যেতে পারেন। সেখানে কামাক্ষা মন্দিরে পুজো দেবেন তিনি। সেখান থেকেই তিনি মেঘালয় যেতে পারেন। ইতিমধ্যেই মেঘালয় তৃণমূল বিরোধী দলের মর্যাদা পেয়েছে। প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী মুকুল সাংমা ১১ জন বিধায়ককে নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন। বিভিন্ন দল থেকে আরও দলবদলের সম্ভাবনা রয়েছে। সেই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর তাৎপর্যপূর্ণ।

২৭ ডিসেম্বর যাবেন দার্জিলিং

২৭ ডিসেম্বর যাবেন দার্জিলিং

২৭ ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের দার্জিলিং যাওয়ার কথা রয়েছে। একদিকে যেমন গোর্খ্যাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের নির্বাচন রয়েছে, সামনের বছরে, সেই বিষয় নিয়ে এই সফরে আলোচনা হতে পারে। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে উত্তরবঙ্গে গেলেও, তিনি দার্জিলিং-এ যাননি। অক্টোবরের শেষে তিনি কার্সিয়াং গিয়ে বলেছিলেন দার্জিলিংয়েও যাবেন। সেই প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী পূরণ করতে চলেছে বছর শেষের আগেই।

মুম্বই তথা মহারাষ্ট্রে দেশের মধ্যে সব থেকে বেশি ওমিক্রন আক্রান্ত! সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জারি ১৪৪ ধারামুম্বই তথা মহারাষ্ট্রে দেশের মধ্যে সব থেকে বেশি ওমিক্রন আক্রান্ত! সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জারি ১৪৪ ধারা

English summary
As TMC plans for mega outreach, Mamata Banerjee will visit Goa, Assam, Meghalaya, Darjeeling before year end 2021.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X