For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় ফ্যাক্টর হতে পারে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী মহাজোট! ত্রিমুখী না দ্বিমুখী লড়াই অসমে?

বড় ফ্যাক্টর হতে পারে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী মহাজোট! ত্রিমুখী না দ্বিমুখী লড়াই অসমে?

  • |
Google Oneindia Bengali News

দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। এদিকে বাংলা, তামিলনাড়ু, কেরলের মতো ইতিমধ্যেই বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে অসমেও। এমনকী আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে বিরোধী জোটের রাস্তাও পাকা করে ফেলেছে কংগ্রেস। যদিও আসন্ন ভোটে অসমে ত্রিমুখী লড়াইয়েরই জোরদার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন রাজনৈতির বিশ্লেষকরা।

চড়ছে নির্বাচনী উত্তাপ

চড়ছে নির্বাচনী উত্তাপ

প্রসঙ্গত উল্লেখ্য, তামিলনাড়ু, পন্ডিচেরী, কেরল, বাংলার মতো আগামী এপ্রিল-মে মাসেই ভোটের সম্ভাবনা রয়েছে অসমে। মূলত বিজেপিকে রুখতেই অসমে ইতিমধ্যেই একজোট হয়েছে কংগ্রেস, এআইইউডিএফ সহ প্রধান বিরোধী দলগুলি। সঙ্গে রয়েছে সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল-র মতো বাম দলগুলিও। রয়েছে নবগঠিত আঞ্চলিক গণমোর্চাও।

 শেষ নির্বাচনে কেমন ফল করেছিল কংগ্রেস ?

শেষ নির্বাচনে কেমন ফল করেছিল কংগ্রেস ?

তবে তাৎপর্যপূর্ণ ভাবে এই প্রথমবার একসঙ্গে এল কংগ্রেস ও আজমলের এআইইউডিএফ। এদিকে ২০১৬ সালের বিধানসভা ভোটের রেজাল্টের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে আসন্ন ভোটে খেলা ঘুরতে পারে এই জোটের হাত ধরেই। শেষ ভোটের ফল বলছে সেইবার অসমের মোট ১২৬টি আসনের মধ্যে ১২২টিতে লড়াই করে কংগ্রেস। জিততে সমর্থ হয় ২৬টিতে।

বড় ফ্যাক্টর হতে পারে বিরোধী মহাজোট

বড় ফ্যাক্টর হতে পারে বিরোধী মহাজোট

অন্যদিকে ৭৪টি আসনে লড়ে এআইইউডিএফ পায় ১৩টি আসন। তবে এবারের ভোটে মধ্য এ নিম্ন অসমে বড় ভূমিকা নিতে পারে বিরোধী মহাজোট। কারণ এই অঞ্চলের ৪০ থেকে ৪৫টি আসনে বরাবরই সংখ্যালঘু ভোটারদের আধিক্য। কিন্ত জোটের রাস্তায় হাঁটলে এবারে এই সংখ্যালঘু ভোট ভাগের সম্ভাবনা অনেকটাই কমবে। হাত শক্ত হবে বিরোধীদের। এদিকে বিজেপিকে ঠেকাতে কংগ্রেস ইতিমধ্যেই ছোট অসমের ছোটখাটো আঞ্চলিক দলগুলিকেও জোটে আসার কথা জানিয়েছে।

 আগের নির্বাচনে কেমন ফলাফল করেছিল শাসক জোট ?

আগের নির্বাচনে কেমন ফলাফল করেছিল শাসক জোট ?

এদিকে গত নির্বাচনের চিত্র বলছে শেষ ভোটে বিজেপি একা পেয়েছিল ৬০ টি আসন। লড়াই করেছিল ৮৯ টি আসনে। সেখানে তার বর্তমানে জোট সঙ্গী বোডো পিপলস ফ্রন্ট বা বিপিএফ পায় ১২টি আসন। লড়াই করেছিল ১৩ টি আসনে।অপর জোট সঙ্গী অসম গণপরিষদ বা এজিপি পায় ১৪টি আসন। লড়াই করেছিল ৩০টি আসনে। অন্যদিকে বোডো অধ্যুষিত অঞ্চলে বিপিএফ-র ভালো প্রভাব থাকলেও ইউনাইটেড পিপলস পার্টি লিবারেলের ভালো ক্ষমতা রয়েছে। তারাও আসন্ন ভোটে বিজেপিকেই সমর্থন করতে চলেছে বলে জানা যাচ্ছে।

ত্রিমুখী না দ্বিমুখী লড়াই অসমে ?

ত্রিমুখী না দ্বিমুখী লড়াই অসমে ?

এদিকে শেষ ভোটের পর থেকে এনআরসি-সিএএ ইস্যুতে বারংবার উত্তাল হয়েছে অসম। কোণঠাসা হয়েছে বিজেপি। কংগ্রেস ছাড়াও পায়ের তলার মাটি শক্ত হয়েছে বাম দলগুলিরও। এমনকী আরও একাধিক ছোট-বড় আঞ্চলিক দল তাদের জনভিত্তি তৈরি করতে পেরেছে। এমতাবস্থায় আসন্ন নির্বাচনে অসমে ত্রিমুখী না দ্বিমুখী লড়াই হতে চলেছে সে বিষয়ে সন্দিহান অনেকেই। তবে ৪০ থেকে ৫০ টি আসনই যে নির্নায়কের ভূমিকা নেবে তা মানছেন সকলেই। এদিকে আসন্ন ভোটে মূলত আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে পুরোদমে ঝাপাতে চলেছে বিজেপি। এমনকী শেষ বিধানসভায় গোটা রাজ্যজুড়ে ৪২ শতাংশ ভোট কাড়তেও সমর্থ হয়েছিল পদ্ম শিবির।

মুকুলের ফর্মের কাছে টিকছে না পিকে-স্ট্র্যাটেজি, একুশের কুরুক্ষেত্রে পিছিয়ে পড়ছে তৃণমূলমুকুলের ফর্মের কাছে টিকছে না পিকে-স্ট্র্যাটেজি, একুশের কুরুক্ষেত্রে পিছিয়ে পড়ছে তৃণমূল

English summary
Congress-led opposition alliance could be big factor in Assam in upcoming assembly polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X