ভোটের আগে বড় ফাঁড়া! উদ্বোধনের আগেই বিহারে ভেঙে পড়ল কোটি টাকার সেতু
ইতিমধ্যেই নির্বাচনের দামামা বেজেছে বিহারে। করোনা আবহেই শেষ মহূর্তের ভোট প্রচারে মন দিয়েছে প্রায় সমস্ত রাজনৈতিক দলই। এরই মাঝে উদ্বোধনের আগেই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত একটি ব্রিজ ভেঙে পড়ল বিহারের কিশানগঞ্জে। ভয়াবহ বন্যার কারণেই কিষাণগঞ্জের মানুষ এই ভয়াবহ ব্রিজ বিপর্যয়ের মুখে পড়েছে বলে মত প্রশাসনের। তবে এই ক্ষেত্রে সেতু নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সংস্থারও কাজে গাফিলতি থাকতে পারে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

সূত্রের খবর, সাম্প্রতিক খালে কিশানগঞ্জ জেলার দিঘলব্যাঙ্ক ব্লকের গোয়াবাড়িতে ১.৪২ কোটি টাকা ব্যয়ে কানকাই নদীর উপর তৈরি হয়েছিল এই ব্রিজটি। স্থানীয় বাসিন্দা সহ বিরোধী শিবিরের অভিযোগ সেতু নির্মাণে কারচুপির জেরে আজকে এই দিন দেখত হল গোয়াবাড়ির বাসিন্দাদের। বুধবার আচমকাই এই ব্রিজ ভেঙে যাওয়ায় জেলার অন্যান্য এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ওই গ্রামের বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ আশু বিপদের আঁচ পেয়েও কয়েদিন ধরে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। এমনকী কানকাই নদীর জল বিপদসীমার দিয়ে বইতে শুরু করলেও ব্রিজটিকে রক্ষা করার কোনও নূন্যতম প্রচেষ্টাও করা হয়নি সরকারি ভাবে।
গত বছর জুনেই প্রথম এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয় বলে জানা যায়। এই বছরের জুনের মধ্যে তার কাজও শেষ হয়। তবে সরকারি ভাবে এখনও এই ব্রিজটির উদ্বোধন করা হয়নি। উল্লেখ্য, ২০১৭ সালেও ভয়াবহ বন্যার কবলে পড়েছিল কিশনগঞ্জ। বন্যার হাত থেকে বাঁচতে সেই সময় গোয়াবাড়ি-কুদেলির মধ্যবর্তী রাস্তাওকাটা পড়ে বলে জানা যায়। পরবর্তীতে সেখানকার মানুষের সুবিধার্থে এই ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। বর্তমানে ফের সেই বন্যার কবলে পড়ে তলিয়ে গেল নবনির্মিত এই সেতুটি।

শিলিগুড়িতে বিজেপির কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, নেতৃত্বে সৌমিত্র খাঁ, রাজু বন্দ্যোপাধ্যায়