For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একদিনেই টিকাকরণের রেকর্ড পতন দেশে, ‘‌ম্যাজিক সোমবার’‌ নিয়ে উঠছে প্রশ্ন

Google Oneindia Bengali News

‌কেন্দ্রের নয়া ভ্যাকসিন নীতির প্রথম দিন ৮৮ লক্ষ টিকাকরণের পরদিনই দেশে টিকাকরণের সংখ্যা হ্রাস পেল। মঙ্গলবার দেশে টিকাকরণ হয়েছে ৫৪.‌২২ লক্ষ, যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এ ধরনের বৃহৎ আকারের টিকাকরণ কতটা টেকসই হতে পারে। সোমবার দেশে টিকাকরণের হার দেখে উচ্ছসিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কিন্তু মঙ্গলবার রেকর্ড পতন দেখে তাজ্জব গোটা দেশ। প্রশ্ন উঠছে '‌ম্যাজিক সোমবার’‌ নিয়েও।

ম্যাজিক সোমবার নিয়ে প্রশ্ন

ম্যাজিক সোমবার নিয়ে প্রশ্ন

ভ্যাকসিন সরবরাহ নিয়ে সমস্যা দেখা দিয়েছিল বেশ কয়েকদিন ধরেই এবং মধ্যপ্রদেশ সহ কয়েকটি রাজ্যের বিরুদ্ধে এও অভিযোগ উঠেছে যে তারা '‌ম্যাজিক সোমবার'‌ অর্জনের জন্য কয়েকদিন ধরে ভ্যাকসিন ডোজ সংগ্রহ করে চলেছে। তাহলে কি কেন্দ্র ইচ্ছাকৃতভাবে ভ্যাকসিন সরবরাহের হার কমিয়ে দিয়েছিল?‌ নানা মহল থেকে উঠছে প্রশ্ন। এখানে উল্লেখ্য, যে দশটি রাজ্যে সবচেয়ে বেশি টিকাকরণ হয়েছে, তার মধ্যে সাতটি রাজ্য বিজেপি শাসিত।

কেন্দ্রের লক্ষ্যপূরণ নিয়ে উঠছে প্রশ্ন

কেন্দ্রের লক্ষ্যপূরণ নিয়ে উঠছে প্রশ্ন

এ বছরের শেষের মধ্যে দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিকদের টিকাকরণ করাতে হলে প্রতিদিন ৯৭ লক্ষ করে টিকাকরণ করাতে হবে। কিন্তু বর্তমানে ভ্যাকসিন সরবরাহ এমন এক পরিস্থিতির সৃষ্টি করেছে যেখানে এই লক্ষ্য পূরণ হওয়া অসম্ভব বলেই মনে করা হচ্ছে। যদিও সরকার দাবি করেছে যে তাদের প্রতিদিন প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন সংরক্ষণ ও পরিচালনা করার ক্ষমতা রয়েছে। এনটিএজিআই (‌ন্যাশনাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনিজেশন)‌-এর ডাঃ এনকে অরোরা এ প্রসঙ্গে বলেন, '‌সরকারের লক্ষ্য দৈনিক এক কোটি মানুষকে টিকাকরণ করানো এবং আমাদের প্রতিদিনের ১.‌২৫ কোটি ডোজের সংরক্ষণ রয়েছে।'‌ কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন যে এই বিষয়ে রাজ্যকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে কেন্দ্র। তিনি বলেন, '‌আমরা রাজ্যগুলিকে টিকাকরণ উন্নত করার পরামর্শ দিয়ে যাচ্ছি। পরবর্তী ১৫দিনে কতটা ডোজ প্রয়োজন তা আমাদের জানাতে বলেছি রাজ্যগুলিকে। যাতে রাজ্যগুলি আরও ভালো পরিকল্পনা করতে পারে।'‌

মধ্যপ্রদেশে ভ্যাকসিন হ্রাস পেয়েছে মঙ্গলবার

মধ্যপ্রদেশে ভ্যাকসিন হ্রাস পেয়েছে মঙ্গলবার

কিন্তু মধ্যপ্রদেশে ভ্যাকসিন সরবরাহের ব্যবধান খুব স্পষ্ট করে দেখা দিতে থাকে। সোমবার যেখানে এই রাজ্যে রেকর্ড ১৭ লক্ষ টিকাকরণ হয়, সেখানে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছ'‌টা পর্যন্ত পাঁচ হাজারেরও কম শট দেওয়া হয় নাগরিকদের। সোমবারের রেকর্ডের আগে পর্যন্ত মধ্যপ্রদেশে দৈনিক টিকাকরণের হার মারাত্মকভাবে হ্রাস পেয়েছিল। রবিবারই চার হাজারের কম টিকাকরণ হয়েছে। ১৫ জুন মধ্যপ্রদেশে ৩৭,৯০৪ টি টিকাকরণ হয়, যেখান থেকে ২০ জুন ৪,০৯৮টি টিকা হ্রাস পায়। ২১ জুন রাজ্যে ১৬,৯৫,৫৯২ জনকে টিকা দেওয়া হয়। যদিও বড় ধরনের ভ্যাকসিন সরবরাহ করার কথা রাজ্য সরকার অস্বীকার করেছে। মধ্যপ্রদেশের মেডিক্যাল শিক্ষা মন্ত্রী বিশ্বাস সারাঙ্গ বলেন, '‌কিছু ডেটা এন্ট্রি সমস্যা থাকতে পারে যা আগে কম সংখ্যাকে প্রতিবিম্বিত করে। সোমবার আমাদের সব টিকা আপনাদের চোখের সামনেই সম্পন্ন হয়েছে। কোনও গোপনীয়তা নেই। আমি খুব অবাক হচ্ছি আপনাদের এ ধরনের প্রশ্ন শুনে।'‌

উত্তরপ্রদেশে ৭ লক্ষ টিকাকরণ

উত্তরপ্রদেশে ৭ লক্ষ টিকাকরণ

একমাত্র উত্তরপ্রদেশ এমন একটি রাজ্য যেখানে সোমবার রেকর্ড ৬ লক্ষ টিকাকরণের পর ফের মঙ্গলবারও ৭ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়।

English summary
Vaccination dropped sharply again on Tuesday after the country set a record for vaccination on Monday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X