For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় সিদ্ধান্ত কেন্দ্রের! ২ থেকে ১৮ বছর বয়সীদের উপর কোভ্যাক্সিন ট্রায়ালের অনুমতি পেল ভারত বায়োটেক

  • |
Google Oneindia Bengali News

শুধু ভারত নয়, ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে তরুণদের পাশাপাশি শিশুদের শরীরেও থাবা বসাতে শুরু করেছে করোনা। যার জেরে নতুন করে উদ্বেগ বাড়ছে। অন্যদিকে ভারতীয় স্ট্রেনের দাপটে দেশের শিশুদের অবস্থাও নাজেহাল হয়ে পড়ছে। এমতাবস্থায় এবার ভারত বায়োটেকের প্রস্তাবে সায় দিয়ে ২ থেকে ১৮ পর্যন্ত শিশুদের উপর কোভ্যাক্সিনের ট্রায়ালে ছাড়পত্র দিল কেন্দ্র।

ভারত বায়োটেকের প্রস্তাবে সায়

ভারত বায়োটেকের প্রস্তাবে সায়

এদিকে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। এমনকী এর আগে ১২ বছরের ঊর্ধ্বে কোভ্যাক্সিন দেওয়ার ছাড়পত্র পেয়েছে ভারত বায়োটেক। কিন্তু প্রতিষেধক নিয়ে আসার আগে দীর্ঘদিন ধরেই শিশুদের উপর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে চেয়ে কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলার জেনারেল-এর কাছে দরবার করেছিল ভারত বায়োটেক। এবার তাদের সেই প্রস্তাবেই সায় দিল কেন্দ্র।

কোথায় কোথায় হবে এই ট্রায়াল?

কোথায় কোথায় হবে এই ট্রায়াল?

সবকিছু সঠিক ভাবে চললে শীঘ্রই ন্যূনতম ২ বছর বয়সি শিশুদেরও কোভ্যাক্সিন প্রতিষেধকের ডোজ দেওয়া হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, দিল্লি এবং পাটনার এইমস, নাগপুরের মেডিট্রিনা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে শিশু ও কিশোরদের ওপর এই ট্রায়াল চলবে। মোট ৫২৫ জনের ওপর প্রয়োগ করা হবে বলেও জানা যাচ্ছে।

মঙ্গলবারই হয় বিশেষ বৈঠক

মঙ্গলবারই হয় বিশেষ বৈঠক

মঙ্গলবার হায়দরাবাদে ভারত বায়োটেকের সঙ্গে কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের বিশেষজ্ঞরা বৈঠকে বসেন বলে জানা যায়। সেখানেই এই ট্রায়ালের ব্যাপারে বিস্তর আলোচন হয় বলে জানা যায়। তারপরেই নতুন সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলার জেনারেল। এদিকে ভারতে এই মুহূর্তে ১৮ বছরের ঊর্ধ্ব ব্যক্তিদের যে দুটি টিকা দেওয়া হচ্ছে তাদের মধ্যে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন অন্যতম। সেখানে আগামীতে এই টিকা শিশুদের দেওয়া হলে তা ভারত বায়োটেকের জন্য বড় মাইলফলক হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে।

পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বাড়ছে উদ্বেগ

পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বাড়ছে উদ্বেগ

অন্যদিকে শুরুতে কোভ্যাক্সিন নিয়ে কিছু জটিলতা, এমনকী পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা সামনে বর্তমানে সেরকম আরও কোনও অভিযোগ উঠে আসছে না। যদিও শিশুদের উপর এই টিকা কতটা নিরাপদ সে প্রশ্ন থেকেই যায়। অন্যদিকে বড়োদের মধ্যে এই টিকার প্রভাবে বড়ো রকমের কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যাচ্ছে না বলে অনেকটাই হাঁফ ছেড়ে বাঁচছেন ভারত বায়োটেকের কর্মকর্তারা। তাদের দাবি শিশুদের শরীরেও করোনার বিরুদ্ধে পাঁচিল তুলতে অগ্রণী ভূমিকা নেবে এই ভ্যাকসিন।

English summary
Trials of Bharat Biotech’s covaxin gets nod for trail on 2 to 18 year old
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X