For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কানে পিঁপড়ের বাসা নিয়ে বাস কিশোরীর, তাজ্জব চিকিৎসকেরা

  • |
Google Oneindia Bengali News

আহমেদাবাদ, ২৫ জানুয়ারি : কানে কখনও কখনও ছোট পিঁপড়ে ঢুকে যাওয়ার ঘটনা অনেকের সঙ্গেই ঘটেছে। তবে গুজরাতের এই বারো বছরের কিশোরীর সঙ্গে যা হয়েছে তা দেখে তাজ্জব বনে গিয়েছেন চিকিৎসকেরা। [এক ব্যক্তির কান থেকে বেরল ২৬টি আরশোলা]

আহমেদাবাদের কাছে দিশা শহরের বাসিন্দা ১২ বছর বয়সী শ্রেয়া দরজি গত বছরের অগাস্ট মাসে বাবার কাছে কানে অস্বস্তি হচ্ছে বলে জানায়। সেইসময়ে তার বাবা সঞ্জয় দরজি কাছের হাসপাতালে ইএনটি বিভাগে দেখালে চিকিৎসকেরা ৯-১০টি পিঁপড়ে বের করে দেন। তবে পিঁপড়ে থাকাকালীন শ্রেয়ার কানে কোনওরকম ব্যথা হয়নি। [সারমেয়র যোগাসন! হংকংয়ে তৈরি হল নয়া বিশ্বরেকর্ড]

কানে পিঁপড়ের বাসা নিয়ে বাস কিশোরীর, তাজ্জব চিকিৎসকেরা

এরপরে দুই সপ্তাহ যেতে না যেতেই ফের কানে অস্বস্তি হতে শুরু করে শ্রেয়ার। এরপরে শহরের সেরা ইএনটি বিশেষজ্ঞদের কাছে মেয়ে শ্রেয়াকে নিয়ে যান সঞ্জয়। সেখানেও দেখা যায় একই অবস্থা। শ্রেয়ার কানের ভিতরে ভর্তি বড় বড় পিঁপড়ে। [চিনে খোঁজ মিলল ১৩০০ বছর পুরনো গাছের] [এবার সুপার কম্পিউটার বলে দেবে মৃত্যুর নির্ভুল দিনক্ষণ!]

এবারের মতো তা বের করা হলেও ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন চিকিৎসকেরা। তাঁরা দেখেছেন, শ্রেয়ার কানে আশ্রয় নিলেও সেখানে ডিম পাড়েনি পিঁপড়েরা। এমনকী মেয়েটির কানের কোনও ক্ষতিও হয়নি। [অপারেশন রুমে প্রসব যন্ত্রণায় কাতর নগ্ন মহিলার সঙ্গে সেলফি তুললেন চিকিৎসক]

এরপরে এমন কোনও ঘটনা ঘটলে মেয়েটিকে ভিডিও ক্যামেরার তত্ত্বাবধানে রেখে বিষয়টি পর্যবেক্ষণ করা হবে। কী কারণে কানে পিঁপড়েরা ঢুকছে সেটাও তখন জানা সম্ভব হবে।

English summary
Big Ants find home in 12-year old's ears
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X