For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন ছন্দে ছুটবে শতাব্দী-দুরন্ত-হামসফর, করোনা আবহেই বড় ঘোষণা রেলমন্ত্রীর

যাত্রা শুরু করতে চলেছে একাধিক শতাব্দী-দুরন্ত-হামসফর, বড় ঘোষণা রেলমন্ত্রী

  • |
Google Oneindia Bengali News

গত বছর করোনা সংক্রমণের শুরু বিমান পরিষেবার পাশাপাশি গোটা দেশজুড়েই বড় ধাক্কা খায় রেল পরিষেবা। বন্ধ হয়ে যায় একাধিক দুরপাল্লার ট্রেন পরিষেবা। যদিও ধীরে ধীরে অনেক ট্রেনেরে চাকাই পের গড়াতে শুরু করলেও এখনও অনেক রাজ্যেই স্বাভাবিক ছন্দে ফেরেনি রেল পরিষেবা। এবার এরই মাঝে বড় ঘোষণা করতে দেখা গেল রেলমন্ত্রী পীযূষ গোয়ালকে।

বড় ঘোষণা রেলমন্ত্রীর

বড় ঘোষণা রেলমন্ত্রীর

সূত্রের খবর আগামী ১০ এপ্রিল থেকে চারটি শতাব্দী এক্সপ্রেস, একটি দুরন্ত স্পেশাল এক্সপ্রেস ও একটি হামসফর এক্সপ্রেস চালু করতে চলেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ভারতীয় রেলে উত্তর শাখার তরফে সব কটি ট্রেন চালু হবে। এদিন এ কথা জানিয়ে টুইট করতে দেখা যায় রেল মন্ত্রী পীযূষ গোয়ালকে। দূরপাল্লার যাত্রীর দুর্ভোগ ঠেকাতেই আগামী ১০-১৫ এপ্রিলের মধ্যে সবকটি ট্রেন চালু হয়ে যাবে বলেও জানান তিনি।

 কোন কোন নতুন ট্রেনের কথা ঘোষণা করল রেল

কোন কোন নতুন ট্রেনের কথা ঘোষণা করল রেল

তালিকায় রয়েছে নয়াদিল্লি থেকে অমৃতসর শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনটি রোজ চলবে বলে জানা হয়েছে। থাকছে নয়াদিল্লি দৌরাই শতাব্দী এক্সপ্রেস। এটিও প্রত্যহ চলবে। থাকছে চণ্ডীগড় থেকে নয়াদিল্লি শতাব্দী এক্সপ্রেস। বুধবার বাদে এই ট্রেনটিও রোজই চলবে বলে জানানো হয়েছে। থাকছে দিল্লি সরাই রোহিলা থেকে জম্মু দুরন্ত এক্সপ্রেস। এছাড়াও আছে গোড্ডা-নয়াদিল্লি হামসফার এক্সপ্রেস।

করোনা যুদ্ধে রেলকর্মীদের অবদান

করোনা যুদ্ধে রেলকর্মীদের অবদান

অন্যদিকে এই ঘোষণা করতে গিয়ে করোনাকালে রেলকর্মীদের অবদানের কথাও বিশেষ ভাবে মনে করার রেলমন্ত্রী। এমনকী কী ভাব জীবনের ঝুঁকি নিয়ে তারা দিবারাত্র কাজ করে গিয়েছেন তাও প্রশংশায়োগ্য বলে জানান রেলমন্ত্রী। দেশের অর্থনীতির চাকা সচল রাথতে তাদের অবদান গোটা দেশ মনে রাখবে বলেও এদিন জানান পীযূষ গোয়াল।

রেল মন্ত্রী কথায় শ্রমিক স্পেশাল ট্রেন

রেল মন্ত্রী কথায় শ্রমিক স্পেশাল ট্রেন

অন্যদিকে করোনাকালে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ফেরাতেও শ্রমিক স্পেসাল ট্রেন চালু করে কেন্দ্র। এদিন সেকথাও বিশেষ ভাবে উল্লেখ করেন তিনি রেলমন্ত্রী। লকডাউনের মাঝেই ৪ হাজার ৬২১ টি শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়েচে রেল। যাতে বিবিন্ন বড় শহর থেকে নিজ নিজ গ্রামে ফিরেছেন প্রায় কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক। অন্যদিকে দেশেরে বিভিন্ন প্রান্তে আটকে পড়া প্রায় ৬৩ লক্ষ মানুষকেও ঘরে ফেরাতে লকডাউনের মাঝেই বিশেষ উদ্যোগী হতে দেখা যায় ভারতীয় রেলকে।

নেই ট্রেনের টিকিট, মুম্বইয়ের স্টেশনেই অপেক্ষারত অসহায় পরিযায়ী শ্রমিকদেরনেই ট্রেনের টিকিট, মুম্বইয়ের স্টেশনেই অপেক্ষারত অসহায় পরিযায়ী শ্রমিকদের

English summary
new satabdi-Duranta-Humsafar train is about to start its journey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X