For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা বিধির তোয়াক্কা না করে জন্মদিন পালন, বিজেপি সাংসদের নামে নালিশ মোদীর কাছে

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণে জর্জরিত দেশ। এহেন পরিস্থিতিতে দেশে লাগু রয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন। তবে এই আইনকে এবং কেন্দ্রের করোনা সংক্রমণ রোধক বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের জন্মদিন পালন করলেন ভুবনেশ্বরের বিজেপি সাংসদ অপরাজিতা সারাঙ্গি। এবং এতেই ওড়িশার ক্ষমতাশীন বিজু জনতা দল আঙুল তুলেছে পদ্ম শিবিরের দিকে। এবিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ করাইয়ের কাছে চিঠি লিখেছেন ওড়িশার স্বরাষ্ট্রমন্ত্রী দিব্যশঙ্কর মিশ্র।

বিজেপি সাংসদের নামে নালিশ মোদীর কাছে

চিঠির সঙ্গে উল্লেখিত জন্মদিনের পার্টির ভিডিও ফুটেজও কেন্দ্রকে পাঠানো হয়েছে যাতে দেখা যাচ্ছে শুধুমাত্র একজন ছাড়া পার্টিতে উপস্থিত বাকি সকল মহিলা মাস্ক ছাড়া রয়েছেন এবং করোনা বিধি উলঙ্ঘন করায় বিজেপি নেত্রীর বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বিজেপি সাংসদের নামে নালিশ করেছে ওড়িশা সরকার। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর কাছে আবেদন রাখা হয়েছে যাতে সাংসদকে পরবর্তী কোভিড সুরক্ষা বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

ভোটগ্রহণ থেকে জয়-পরাজয় নির্ধারণ, কীভাবে নির্বাচন হয় মার্কিন যুক্তরাষ্ট্রে, জানুন খুঁটিনাটিভোটগ্রহণ থেকে জয়-পরাজয় নির্ধারণ, কীভাবে নির্বাচন হয় মার্কিন যুক্তরাষ্ট্রে, জানুন খুঁটিনাটি

ওড়িশার স্বরাষ্ট্রমন্ত্রী দিব্যশঙ্কর মিশ্র এবিষয়ে অভিযোগ করে জানান, এটি প্রথম দফা নয়, যখন বিজেপি সাংসদ অপরাজিত সারাঙ্গি করোনা বিধি লঙ্ঘন করে এরকম জমায়াতে শামিল হয়েছেন। এর আগে অন্তত তিনবার বিজেপি সাংসদকে দেখা গিয়েছে করোনা বিধির তোয়াক্কা না করতে। দিব্যশঙ্করের অভিযোগ, স্বয়ং সাংসদের থেকে এরকম আচরণ যদি সাধারণ জনগণ দেখতে পায়, তাতে করোনা যোদ্ধা এবং মানুষের মনোবল নষ্ট হবে এবং সবার সুরক্ষাও বিঘ্নিত হবে।

সেনার ভুল শোধরানোর বার্তা, মৃতদের পরিবারেরর সঙ্গে সাক্ষাৎ কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরেরসেনার ভুল শোধরানোর বার্তা, মৃতদের পরিবারেরর সঙ্গে সাক্ষাৎ কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের

English summary
Bhuvaneshwar's BJP MP Aparajita Sarangi accused of violating Coronavirus norms in her birthday party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X