For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভা নির্বাচনের আগে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর ভাগ্নে ভূপিন্দর সিং গ্রেপ্তার

  • |
Google Oneindia Bengali News

সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগেই পুলিশের জালে ধরা পরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির ভাগ্নে ভূপিন্দর সিং ওরফে হানি। ২০১৮ সালে অবৈধ বালি খনির মামলায় নাম জড়িয়ে ছিল ভূপিন্দর সিংয়ের। সেই সঙ্গে টাকা পাচারের অভিযোগও উঠেছিল। পুলিশ তার অফিস ও বাড়িতে অভিযান চালায়। শুক্রবার জলন্ধর থেকে হানিকে গ্রেপ্তার করে পুলিশ।

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর ভাগ্নে ভূপিন্দর সিং গ্রেপ্তার


২০১৮ সালে অবৈধ বালি খনির মামলার ঘটনাটির পর থেকে পুলিশ অভিযান চালাচ্ছে। চলতি বছরের ১৯ জানুয়ারি টাকা পাচারের অভিযান চালাতে গিয়ে ১০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে। ভূপিন্দর সিংয়ের কাছে থাকে ৪ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

২০১৮ সালে নওয়ানশহর পুলিশ অবৈধ বালি খনি তোলার কাজে যুক্ত ভূপিন্দর সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই সঙ্গে এফআইআর দায়ের করা হয়েছিল কোম্পানির কিছু ব্যক্তিদের বিরুদ্ধেও। তখন থেকেই পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।

ঘটনাটির পর পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি জানান, 'পঞ্জাবের আসন্ন নির্বাচনের আগে বিজেপি অর্থাৎ কেন্দ্রীয় সরকার আমাকে ফাঁদে ফেলার জন্য একটি ষড়যন্ত্র করেছে।' আমাকে ফাঁসানোই লক্ষ্য ওদের।

চলতি বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে প্রধানমন্ত্রীর ডাকা একটি অনুষ্ঠানে পঞ্জাবের মুখ্যমন্ত্রী যোগদান করেনি। ফিরোজপুর সফরের সময় একটি ডাকা সমাবেশেও তিনি যোগদান করেন নি। আর সে কারণেই বিজেপিকে আক্রমন করেন মুখ্যমন্ত্রীকে। এমনটাই অভিযোগ করেছে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। তিনি ইডি অভিযানকে "প্রতিহিংসার রাজনীতি" বলে মনে করছেন। তিনি দাবি করে জানান, ভাগ্নে ভূপিন্দর সিংয়ের বিষয়ে আগে কোনও মামলা করা হয়নি। ভূপিন্দর সিংয়ের গ্রেপ্তারের পর পঞ্জাবের বিরোধী দলগুলি আরও সক্রিয় হয়ে উঠেছে। নির্বাচনী এলাকাগুলিতে আরও নজরদারি চালানোর জন্য অভিযোগ করছে বিরোধী দলগুলি।

English summary
Bhupinder Singh, nephew of Punjab Chief Minister arrested
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X