For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর কাশ্মীর সিদ্ধান্তের সমর্থনে আরও এক কংগ্রেস নেতা

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ এবং কাশ্মীর ও লাদাখকে দুটি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করেছে মোদী সরকার‌।

Google Oneindia Bengali News

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ এবং কাশ্মীর ও লাদাখকে দুটি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করেছে মোদী সরকার‌। সিদ্ধান্তের শুরু থেকেই কংগ্রেস এর বিরোধিতা করলেও এই নিয়ে দ্বিমত রয়েছে দলের অন্দরে একাধিক কংগ্রেস নেতা সংসদে এর বিরোধিতা করলেও বাইরে মোদী সরকারের কাশ্মীর সিদ্ধান্তের সমর্থন করেছেন। এবং এই সমর্থনকে তাঁদের ব্যক্তিগত মতামত বলে প্রকাশ করেছেন তিনি। সেই কংগ্রেস নেতাদের দলে সামিল হলেন হরিয়ানার কংগ্রেস নেতা ভুপিন্দর সিং হুডা।

মোদীর কাশ্মীর সিদ্ধান্তের সমর্থনে আরও এক কংগ্রেস নেতা

হরিয়ানার রোহতকে একটি র‌্যালিতে যোগ দিয়ে ভূপিন্দর সিং হুডা বলেছেন, আমার একাধিক সহকর্মী ৩৭০ ধারা বিলোপের বিরোধিতা করেছেন। আমার জল রাজনৈতিক পথ হারিয়েছে। এই দল আর সেই কংগ্রেস নেই। যখন দেশাত্মবোধ এবং আত্মমর্যাদার বিষয় আসে তখন আমি কোনও কিছুর সঙ্গে আপোস করি না।

[আরও পড়ুন: পিআইবি, বিজেপি, কংগ্রেসের টুইটে নেতাজির মৃত্যুদিন উল্লেখ! সরকারে হাতে কী প্রমাণ, প্রশ্ন চন্দ্র বসুর][আরও পড়ুন: পিআইবি, বিজেপি, কংগ্রেসের টুইটে নেতাজির মৃত্যুদিন উল্লেখ! সরকারে হাতে কী প্রমাণ, প্রশ্ন চন্দ্র বসুর]

ভুপেন্দ্র সিং হুডার এই মন্তব্যের পর এই তাঁর কংগ্রেস ছাড়া নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও এখনই তিনি দল ছাড়া নিয়ে কোনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন। সেই অনুষ্ঠানেই ভূপিন্দর সিং হুডার ছেলেও একই সুরে কথা বলেছেন।

তিনি বাবার বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেছেন, রাজনীতিক আগে আমি দেশভক্তিকে রাখি। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত সাময়িক। কিন্তু রাজনৈতিক স্বার্থে এর বিরোধিতা আমি করতে পারব না। গত পাঁচ বছর ধরে হরিয়ানা শাসন করছে বিজেপি। কংগ্রেস সরকারের ক্ষমতার পতনের পর থেকে হুডা অনেকটাই ঝিমিয়ে পড়েছিলেন। তবে তাঁর এই বক্তব্য নতুন করে জল্পনা বাড়িয়েছে।

English summary
Bhupinder Singh Hooda support for the government's move to end special status for JK
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X