For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গর্জন করে লোক দল বদলায় আর লেজ নাড়তে নাড়তে ফিরে আসেন, সিন্ধিয়ার প্রস্থানে কটাক্ষ বাঘেলের

গর্জন করে লোক দল বদলায় আর লেজ নাড়তে নাড়তে ফিরে আসেন, সিন্ধিয়ার প্রস্থানে কটাক্ষ বাঘেলের

Google Oneindia Bengali News

জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দল বদল নিয়ে আক্রমণ শানালেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি কটাক্ষ করে বলেছেন লোকে গর্জন করে দল বলান আবার লেজ নাড়তে নাড়তে ফিরে আসেন। তিনি বলেছেন নিশ্চয় জ্যোতিরাদিত্যর দলবদলের কোনও কারণ ছিল নইলে এই পদক্ষেপ তিনি করতেন না।

বাঘেলের কটাক্ষ

বাঘেলের কটাক্ষ

সিন্ধিয়ার দল বদলকে কোনও কংগ্রেস নেতাই সহজ ভাবে নিতে পারছেন না। রায়পুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাব ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেছেন, বরাবরই লোকেরা গর্জন করে কংগ্রেস ছাড়েন আবার লেজ নাড়তে নাড়তে ফিরে আসেন। সিন্ধিয়ারও নিশ্চই কোনও বাধ্যবাধকতা ছিল সেকারণেই তিনি দলবদল করেছেন বলে জানান ভূেপশ বাঘেল।

কমলনাথ সরকার টিকে থাকবে

কমলনাথ সরকার টিকে থাকবে

সিন্ধিয়ার দল বদলের পর মধ্যপ্রদেশের কমলনাথ সরকারের যে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে ভূপেশ বাঘেল বলেছেন, তেমন কোনও কিছুই ঘটবে না। কমলনাথ সরকারই টিকে থাকবে। এখনও কমলনাথেক কোনও পদক্ষেপ সামনে আসেনি। সেটার অপেক্ষা করুন বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

২২ কংগ্রেস বিধায়কের পদত্যাগ

২২ কংগ্রেস বিধায়কের পদত্যাগ

এদিকে সিন্ধিয়ার বিজেপিতে যোগদানের সঙ্গে সঙ্গেই ২২ জন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করতে চলেছেন বলে সূত্রের খবর। গড় বাঁচাতে তাই ৯২ জন বিধায়ককে রাজস্থানের জয়পুরে পাঠিয়ে িদয়েছেন কমলনাথ। এদিকে বিক্ষুব্ধ বিধায়করা এখনও কর্নাটকের বেঙ্গালুরুতে রয়েছেন।

English summary
Bhupesh Baghel hench sharp attack on Sindia's camp change
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X