For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক্কেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন ভূপেন পুত্র তেজ, সটানে চিঠি লিখে ভারতরত্ন গ্রহণের সম্মতি

অবশেষে সমস্ত বিতর্কের অবসান। ভারতরত্ন সম্মান গ্রহণে রাজি হল প্রয়াত ভূপেন হাজারিকার পরিবার।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

অবশেষে সমস্ত বিতর্কের অবসান। ভারতরত্ন সম্মান গ্রহণে রাজি হল প্রয়াত ভূপেন হাজারিকার পরিবার। সঙ্গীত জগতের এক কিংবদন্তি হওয়ার সঙ্গে সঙ্গে ভূপেন হাজারিকা তাঁর রাজনৈতিক জীবনের শেষ লগ্নে বিজেপি-তে যোগ দিয়েছিলেন। এই বছর যে তিন জন-কে ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছে, তাদের মধ্যে তাঁর নাম ছিল মরণোত্তর সম্মান প্রাপক হিসাবে। কিন্তু, ভারতরত্ন সম্মান গ্রহণ নিয়ে ভূপেনের পরিবার আপত্তি তোলে। ছেলে তেজ হাজারিকা এই সম্মান গ্রহণে রাজি ছিলেন না।

এক্কেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন ভূপেন পুত্র তেজ, সটানে চিঠি লিখে ভারতরত্ন গ্রহণের সম্মতি

সংবাদসংস্থা এএনআই শুক্রবার বিকেলে দাবি করে যে তেজ কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে পিতার হয়ে ভারতরত্ন সম্মান গ্রহণ করতে রাজি হয়েছেন। সেই চিঠির অংশ বিশেষও প্রকাশ করেছে এএনআই। এতে তেজের বয়ান হিসাবে যে লেখাটি প্রকাশ করা হয়েছে তা এরকম- 'এটা খুবই দূর্ভাগ্যজনক যে কিছু মানুষ আমার বক্তব্যের সম্পূর্ণ ভূল ব্যাখ্যা করেছে।'

সেইসঙ্গে তেজ লিখেছেন, 'এটা আমার ও আমার পরিবারের পক্ষে একটা সেরা সম্মান যা আমার প্রয়াত বাবা-র পক্ষ থেকে জিওআই-এর হাত থেকে গ্রহণ করব। এটা আমার কাছে অত্যন্ত গর্বের যে আমি তাঁর এবং তাঁর অনুরাগীদের জন্য এটা গ্রহণ করতে পারব। আমি সবসময়ই আমার বাবা পদাঙ্ক অনুসরণ করে চলার চেষ্টা করেছি, যেখানে অন্ধকার ঘনিয়ে আসে সেখানে আলো আনার চেষ্টা করি।'

এক্কেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন ভূপেন পুত্র তেজ, সটানে চিঠি লিখে ভারতরত্ন গ্রহণের সম্মতি

সপ্তাহ দেড়েক আগে ভূপেন হাজারিকার মরোণত্তর ভারতরত্ন সম্মান নিতে অস্বীকার করে তাঁর পরিবার। ভূপেন হাজারিকার ভাই সমর হাজারিকা জানান ভারতরত্ন না গ্রহণ করার সিদ্ধান্ত ছেলে তেজের। যদিও, সমর জানিয়েছিলেন ভূপেনের ছেলে এই সম্মান গ্রহণ করুক। তেজ হাজারিকা আবার এনআরসি ইস্যু-তে বিজেপি সরকারের পদক্ষেপের বিরোধিতা করে সম্মান নিতে অস্বীকার করেন। যদিও, এখন সবকিছু বিতর্কে ভুলে আপাতত পিতা ভূপেন হাজারিকার হয়ে ভারতরত্ন সম্মান গ্রহণ করতে চাইছেন তেজ।

English summary
Tez Hazarica blames the media on controversy of hs Father Bharat Ratna. He writes to Government India to givethe consent for taking the award for his late father Bhupen Hazarika.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X