For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যৌন হেনস্থার জেরে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ছাত্রবিক্ষোভ, অগ্নিগর্ভ ক্যাম্পাস

এক পড়ুয়ার যৌন হেনস্থা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিয়ে ছাত্রবিক্ষোবের জেরে উত্তাল পরিস্থিতি বেনারস হিন্দু বিশ্ববিদ্য়ালয়ে।

  • |
Google Oneindia Bengali News

এক পড়ুয়ার যৌন হেনস্থা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিয়ে ছাত্রবিক্ষোবের জেরে উত্তাল পরিস্থিতি বেনারস হিন্দু বিশ্ববিদ্য়ালয়ে। ছাত্রদের দাবি, হেনস্থার শিকার ওই ছাত্রীকে নিশানা করে লজ্জাজনক অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ছাত্র আন্দোলনকে দেশদ্রোহীতার নামান্তর বলে দাবি করছে। অন্যদিকে,ছাত্র-পুলিশ সংঘর্ষে মোট ৭ জন আহত বলে খবর।

যৌন হেনস্থার জেরে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ছাত্রবিক্ষোভ, অগ্নিগর্ভ ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি,প্রধানমন্ত্রী মোদীর সফরের আগে এই ধরনের আন্দোলন সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এদিকে, উপাচার্যের বাডি়র সামনে ছাত্রদের সঙ্গে এদিন একপ্রস্থ ধস্তাধস্তি চলে পুলিশের। এর আগে পুলিশ বিক্ষোভ ঠেকাতে লাঠিচার্জ করে বলে অভিযোগ । সেই ঘটনায় আহত হয়েছেন ৬ জন পড়ুয়া। পাল্টা ইট, পাথর ছুড়তে থাকে পড়ুয়ারাও। সেই ঘটনার একজন নিরাপত্তা রক্ষী আহত হন।

শুধু তাই নয়, মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে পেট্রোল বম্ব ছোড়া হয় বলে দাবি অনেকের। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের হাসপাতালেও পাথর ছুঁড়তে থাকে ছাত্ররা। পোড়ানো হয় মোটরবাইক। ঐতিহাসিক সংহদ্বারের সামনের পুলিশ বুথে ভাঙচুর চালায় ছাত্ররা। বিক্ষোভ সামলাতে বজ্র ট্রাক ও প্যাক মোতায়েন করা হয় । ২ রা অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ।

ঘটনার সূত্রপাত শনিবার। সেদিন ৩ বাইক আরোহি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্থা করে বলে অভিযোগ। এরপর কয়েকজন ছাত্র সেই ইস্যুতে বিশ্ববিদ্যালেয়র উপাচার্যের কাছে বেশ কিছু দাবি দাওয়া জানায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি এই ছাত্ররা বামপন্থী সংগঠনের সদস্য। তাঁদের আরও দাবি উপাচার্যের কাছ থেকে আশ্বস্ত হয়ে , আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নেন হেনস্থার শিকার ওই ছাত্রী।

যৌন হেনস্থার শিকার ওই ছাত্রীর দাবি, তিনি যখন বিষয়টি সম্পর্কে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে যান, তখন উল্টে তাঁকেই ঘটনার জন্য় দোষী বলা হয়। সন্ধ্যে ৬ টার পর একজন ছাত্রী কেন বাইরে থাকবেন সেই নিয়েও প্রশ্ন তোলা হয় বলে দাবি ওই ছাত্রীর।

English summary
Banaras Hindu University (BHU) witnessed violent clashes on Saturday night between a group of students and police when the former were protesting against the alleged shaming of a molestation victim by the university administration.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X