পাঁচ স্ত্রীর শখ পূরণ করতে ৫০ জন মহিলাকে প্রতারণা স্বামীর
মধ্যপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স সম্প্রতি এক চক্রের সন্ধান পায়। ওই চক্র চাকরির নাম করে অন্তত ৫০ জন মহিলাকে প্রতারণা করেছে। তাদের ভোপালের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (এইমস)-এ সুযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

মধ্যপ্রদেশ পুলিশের কাছে অভিযোগ আসে যে বেশ কিছু ব্যক্তি মহিলাদের সঙ্গে প্রতারণা করছে। তাঁদের নার্সের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিচ্ছে। গোটা মামলাটি এরপরই পুলিশ এসটিএফের কাছে হস্তান্তর করে। এসটিএফ তদন্ত করার পর চক্রের পাণ্ডা দিলশাদ খানকে গ্রেফতার করে। সে জব্বলপুরের বাসিন্দা।
দিলশাদের পাশাপাশি ভোপালের বাসিন্দা অলোক কুমারকেও গ্রেফতার করা হয়। সেও দিলশাদের সঙ্গী বলে জানা গিয়েছে। এসটিএফের এডিজি অশোক আওয়াস্তি বলেন, 'এই চক্রটি ৫০ জন মহিলাকে ভোপালের এইমসে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করে। চক্রের পাণ্ডা দিলশাদের পাঁচটি স্ত্রী।'
জেরায় দিলশাদ জানিয়েছে যে পাঁচ স্ত্রীর শখ মেটাতেই সে মহিলাদের প্রতারিত করা শুরু করে। তার পাঁচ স্ত্রীর মধ্যে এক স্ত্রী জব্বলপুরে একটি ক্লিনিক চালান। আর এক অভিযুক্ত অলোক কুমারের স্ত্রী একটি সরকারি গার্লস হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট। যদিও তাঁরা কোনওভাবেই এই কাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত নন, তবুও তাঁদেরও জেরা করবে এসটিএফ। তদন্তে উঠে এসেছে যে প্রতারণা চক্রটি শিক্ষিত বেকার মহিলাদের নিশানা করত। তদন্তকারীরা এখন খুঁজে দেখছেন এই চক্রের ফাঁদে কোন কোন মহিলা পড়েছিলেন।