For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরএসএসকে নিয়ে মন্তব্যের জের! মহারাষ্ট্রের আদালতে হাজিরার পথে রাহুল

মহারাষ্ট্রের ভিওয়ান্দি আদালতে মঙ্গলবার হাজিরা দেওয়ার কথা রয়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। তাঁর করা মন্তব্যের জন্য আরএসএস কর্মী মানহানির মামলা দায়ের করেছিলেন।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের ভিওয়ান্দি আদালতে মঙ্গলবার হাজিরা দেওয়ার কথা রয়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। তাঁর করা মন্তব্যের জন্য আরএসএস কর্মী মানহানির মামলা দায়ের করেছিলেন। আরএসএস কর্মী রাজেশ কুন্তের অভিযোগ ছিল, আরএসএস মহাত্মা গান্ধীকে হত্যা করেছে, বলেছেন রাহুল। এরপর থেকেই আইনি জটিলতায় পড়ে যান রাহুল।

আরএসএসকে নিয়ে মন্তব্যের জের! মহারাষ্ট্রের আদালতে হাজিরার পথে রাহুল

গতমাসেও আদালতে হাজিরা দিতে ব্যর্থ হয়েছিলেন রাহুল। তাঁর আইনজীবী আদালতে ব্যক্তিগতভাবে উপস্থিতি থেকে য়াতে রেহাই দেওয়া হয়, তার জন্য আবেদন করেছিলেন।

ভিওয়ানি আদালত রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিতে পারে। কেননা ১৭ জানুয়ারি কংগ্রেস সভাপতিকে এই মামলায় আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিল। আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ১৭ জানুয়ারি শুনানির সময় আদালত রাহুল গান্ধীকে ব্যক্তিগতভাবে উপস্থিতি থেকে রেহাই দিয়েছিল। সেখানে বলা হয়েছিল ২৩ এপ্রিল শুনানির সময় হাজিরা দিতে হবে রাহুলকে। যদিও সেই দিন আদালতে হাজিরা দেননি রাহুল।

এদিকে মঙ্গলবার সকালেই রাহুল গান্ধী মুম্বই বিমানবন্দের পৌঁছে যান। সেখান থেকে তাঁর গন্তব্য ভিওয়ানি।

ভিওয়ানি আদালতে হাজিরা দিয়েই মুম্বই ফিরবেন রাহুল গান্ধী। সেখানে কংগ্রেসের বুথ পর্যায়ের কর্মীদের সঙ্গে কথা বলবেন রাহুল। উত্তর মুম্বইয়ের গোঁরেগাঁওতে বোম্বই এগজিবিশন সেন্টারে এই অনুষ্ঠান হবে। ২০১৭-তে কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই মুম্বইয়ে রাহুল গান্ধীর প্রথম কোনও কর্মসূচি।

English summary
Bhiwandi court in Maharashtra may frame charges against Rahul Gandhi on his remarks on RSS
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X