For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২২-র উত্তর প্রদেশ বিধানসভা ভোটে লড়বে ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ

২০২২-র উত্তর প্রদেশ বিধানসভা ভোটে লড়বে ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ

Google Oneindia Bengali News

২০২২-র উত্তর প্রদেশের বিধানসভা ভোটে লড়তে চলেছেন ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আদাজ। উত্তর প্রদেশের দলিতদের শিক্ষিত করার লক্ষ্য নিয়েই এগোতে চান। সেটাই হতে চলেছে উত্তর প্রদেশের তাঁর ভোটের স্ট্র্যাটেজি। আজাদ দাবি করেছেন সিএএ নিয়ে লড়তে হলে আগে ভোটের লড়াইয়ে নামতে হবে।

উত্তর প্রদেশে ভোটে লড়বেন আজাদ

উত্তর প্রদেশে ভোটে লড়বেন আজাদ

উত্তর প্রদেশে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করলেন ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ। ডিসেম্বরেই নাকি এই ঘোষণা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেসময় সিএএ আন্দোলন শুরু করায় সেটা আর হয়ে ওঠেনি। আজাদের দাবি সিএএ নিয়ে সরকারের বিরুদ্ধে লড়তে হলে সবার আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সেকারণেই উত্তর প্রদেশের বিধানসভা ভোটই হতে চলেছে তাঁর একমাত্র টার্গেট।

সিএএ বিরোধিতায় গ্রেফতার আজাদ

সিএএ বিরোধিতায় গ্রেফতার আজাদ

দিল্লির জামা মসজিদ এলাকায় সিএএ বিরোধিতায় জমায়েত করার জন্য গ্রেফতার করা হয়েছিল ভীম আর্মির প্রধানকে। তাঁর বিরুদ্ধে সংবেদনশীল এলাকায় সংঘর্ষে প্ররোচনা দেওয়ার অভিযোগ জানায় পুলিস। এক সপ্তাহ তিহার জেলে বন্দি থাকার পর জামিনে মুক্তি পান তিনি। ২৬ জানুয়ারি হায়দরাবাদে আবার তাঁকে আটক করে পুলিস। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে সিএএ নিয়ে বক্তৃতা দিচ্ছিলেন তিনি। তার পরে আবার ২৯ জানুয়ারি বেঙ্গালুরুেত একটি বিশ্ববিদ্যালয়ে চন্দ্রশেখর আজাদের অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়।

আরএসএসকে প্রকাশ্যে চ্যালেঞ্জ

আরএসএসকে প্রকাশ্যে চ্যালেঞ্জ

এর আগে আরএসএসকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেম ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ। এবং সঙ্ঘ প্রধান মোহন ভাগবতকে প্রকাশ্যে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ জানিয়েছিলেন তিনি। তিহার জেল থেকে ছাড়া পাওয়ার পরেই আজাদ জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সঙ্গে দেখা করতে যান। সেখান থেকে তিনি শাহিনবাগেও যান।

English summary
Bhim Army chief going to contest Uttar Pradesh assembly election 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X