For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে ভ্যাকসিন নিয়ে বড়সড় জটিলতা! ভারত বায়োটেক, সিরামের টীকা নিয়ে কোন পদক্ষেপ

  • |
Google Oneindia Bengali News

ভারত বায়োটেক ও সিরাম ইন্সটিটিউটের ভ্যাকসিন নিয়ে বড়সড় জটিলতা শুরু। বুধবার জানানো হয় যে, এই দুই সংস্থার ভ্যাকসিনকে ভারতে আপৎকালে ব্যবহারের জন্য ছড়াপত্র দেওয়া যাবে না। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন একথা জানিয়েছে। প্রতিষ্ঠান জানিয়েছে, এই দুই সংস্থা পর্যার্ত তথ্য না দেওয়াতেই এই সিদ্ধান্ত।

Bharat Biotech, Serum Institute of India Vaccines Not Considered for Emergency Use, know the reason

তবে , স্বাস্থ্য মন্ত্রক এই বিষয়ে মিডিয়া রিপোর্টকে কার্যত নস্যাৎ করেছে। ভ্যাকসিনকে আপৎকালীন ব্যবহারে প্রত্যাখানের যে বার্তা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানায়, তা কার্যত খারিজ করেছে কেন্দ্র। কেন্দ্র জানিয়েছে, ভ্যাকসিন সম্পর্কে সিদ্ধান্ত খুবই দ্রুত নেওয়া হয়েছে। এদিকে, সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডান্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে, দুটি সংস্থা আরও তথ্য দিলে তবেই এবিষয়ে আরও ভাবনা চিন্তা করা যেতে পারে। পিটিআই রিপোর্ট বলছে দুটি সংস্থারই ভ্যাকসিন ভারতে এখনও পর্যালোচনার জায়গায় রয়েছে বলে তাদের সূ্ত্র জানিয়েছে।

প্রসঙ্গত, ভারত বায়োটেক ফাইজারের ও পুনের সিরাম ইনস্টিটিউট অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার স্বত্ত্ব নিয়েছে। এই দুই ভ্যাকসিনের জন্যই আবেদন যায়। তার প্রেক্ষাপটে এমন তথ্য় উঠে আছে বলে খবর। যেখানে প্রধানমন্ত্রী নিজে জানিয়েছেন গত সর্বদলীয় বৈঠক যে ভ্যাকসিন কয়েক সপ্তাহে আসবে,সেখানে এমন বক্তব্য ঘিরে রীতিমতো তোলপাড় চলছে

English summary
Bharat Biotech, Serum Institute of India Vaccines 'Not Considered' for Emergency Use, know the reason
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X