For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনধে আজ কোন কোন পরিষেবার প্রভাব পড়তে পারে! একনজরে তথ্য

  • |
Google Oneindia Bengali News

'দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স' এর ডাকে আজ ভারত বনধ। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, জিএসটি বন্দোবস্তের পর্যালোচনার দাবিতে এই ভারত বনধের ডাক দিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলি। ভারত বনধকে সমর্থন করছে প্রায় ৪০ হাজার ব্যবসায়ী সমিতি। এদিন যে যে পরিষেবার উপর ভারত বনধের প্রভাব পড়তে পারে , তা দেখে নেওয়া যাক।

ভারত বনধে আজ কোন কোন পরিষেবার প্রভাব পড়তে পারে! একনজরে তথ্য

  • এদিনের বনধে সড়ক যোগাযোগ বিপর্যস্ত হতে পারে। এআইটিডাব্লুএর ডাকে আজ বিভিন্ন জায়গায় চাক্কা জ্যাম কর্মসূচি রয়েছে। প্রসঙ্গত এই সমস্ত সংগঠনের দাবি জিএসটি ব্যবস্থাকে পর্যালোচনা করুক সরকার।
  • দেশজুড়ে এদিন বাজার বনধ থাকতে পার বলে খবর। তবে তার প্রভাব সকালের দিকে সেভাবে এখনও পড়েনি এরাজ্যে।
  • ব্যাঙ্কিং ক্ষেত্রে প্রভাব না পড়লেও, দেশের বেশ কিছু বাজার আংশিক বন্ধ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
  • বিল দেওয়া হয়, এমন পণ্যসামগ্রীর ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়তে পারে আজ।
  • তবে খোলা থাকছে অত্যাবশ্যকীয় সমস্ত পরিষেবা।
  • জানা গিয়েছে, সারা দেশ জুড়ে রাস্তাঘাটে যানচলাচলে বনধ প্রভাব ফেলতে পারে ভোর ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
  • এদিনের আন্দোলনে যারা সামিল হচ্ছেন , তারা জিএসটি পোর্টালে লগ ইন করছেন না। ফলে জিএসটি সংক্রান্ত লেনদেনে বা দ্রব্য কেনা বেচায় খানিকটা প্রভাব ফেলতে পারে এই বনধ।
English summary
Bharat Bandh today , know which services will be affected
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X