For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২ সেপ্টেম্বর ভারত বনধে কী কী খোলা থাকছে? আর কোনটাই বা বন্ধ?

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর : ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আগামীকাল ২ সেপ্টেম্বর, শুক্রবার ভারত বনধের ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন।

এই বনধ এড়াতে কেন্দ্রীয় সরকার অকৃষি ক্ষেত্রে ন্যূনতম মজুরি ২৪৬ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা করার কথা জানিয়েছে। কেন্দ্রে তাদের বেশ কিছু দাবি মেনে নিলেও বনধ প্রত্যাহার করতে অস্বীকার করছে শ্রমিক সংগঠন।

২ সেপ্টেম্বর ভারত বনধে কী কী খোলা থাকছে? আর কোনটাই বা বন্ধ?

২ সেপ্টেম্বর ভারত বনধে কি কি বন্ধ থাকবে?

  • এই বনধে সামিল হচ্ছেন সরকারি ও বেসকারি ক্ষেত্রের ১৫ কোটি শ্রমিক।
  • বনধের প্রভাব পড়তে পারে ব্যাঙ্ক, বিমা কোম্পানির ক্ষেত্রে।
  • পরিবহন ব্যবস্থায় সম্ভবত সবচেয়ে বেশি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদের মতো শহরগুলোর অটো ইউনিয়ন এই বনধে সামিল হচ্ছে।
  • বিদ্যুৎ সরবরাহ, গ্যাস এবং তেল সরবরাহও বন্ধ থাকতে পারে।
  • এই বনধের প্রভাব পড়তে পারে টেলিকম, প্রতিরক্ষা, খনিজ ক্ষেত্রে।
  • বনধে সরকারি অফিস এবং কারখানা খুব সম্ভবত বন্ধ থাকবে।

২ সেপ্টেম্বর ভারত বনধে কি কি বন্ধ থাকবে?

  • রেলওয়ে পরিষেবা সচল থাকবে। ট্রেন চলাচল স্বাভাবিক থাকতে পারে, কারণ রেল কর্মীরা এই বনধে সামিল হবে কি হবে না তার কোনও ইঙ্গিত দেয়নি।
  • স্কুল ও কলেজগুলি এখনও ছুটি ঘোষণা করেনি। স্থানীয় কর্তৃপক্ষ এইবিষয়ে সিদ্ধান্ত নেবে।

এই বনধে কোন কোন শ্রমিক সংগঠন অংশ নিয়েছে?

  • আইএনটিইউসি, হিন্দু মজদুর সভা, সিটু, এআইটিইউসি, এসইডব্লুএ, এআইসিসিটিউ, ইউটিইউসি, এলপিএফ।
  • আরএসএস-র অধীন ভারতীয় মজদুর সংঘ প্রথমে যোগ দিলেও পরে বনধে সামিল হবে না বলে জানিয়ে দিয়েছে।
English summary
Bharat Bandh on Sept 2: What will be closed; what will be open?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X