For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোমবার ভারত বনধ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন একনজরে

কংগ্রেসের ডাকে সোমবার সারা দেশে বনধ পালন করার ডাক দেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেসের ডাকে সোমবার সারা দেশে বনধ পালন করার ডাক দেওয়া হয়েছে। বিক্ষোভ মূলত কেন্দ্র সরকারের পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। যে হারে গত কয়েক সপ্তাহে পেট্রোপণ্যের দাম বেড়ে গিয়েছে তাতে বিভিন্ন শহরে তা আশি টাকার ঘর ছুঁয়ে ফেলেছে। মুম্বইয়ে তা প্রায় নব্বই টাকা লিটারে পৌঁছে গিয়েছে। ফলে সারা দেশে ক্ষোভ তৈরি হয়েছে। বিভিন্ন সামাজিক গোষ্ঠী ও এনজিও-ও এতে শামিল হয়েছে।

ভারত বনধ কখন হবে

ভারত বনধ কখন হবে

সোমবার ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে ৩টে পর্যন্ত বনধ পালিত হবে। কংগ্রেস নেতা রণদীপ সূরযেওয়ালা জানিয়েছেন, বনধের সময় এমন নির্ধারণ করা হয়েছে যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়।

কেন বনধ ডাকা হয়েছে

কেন বনধ ডাকা হয়েছে

মূলত কংগ্রেসের নেতৃত্বেই সারা দেশে বনধ ডাকা হয়েছে। জ্বালানির দাম মাত্রা ছাড়িয়েছে। বিজেপি সরকার আমজনতার পকেট কেটে নিচ্ছে বলে অভিযোগ। অবিলম্বে কেন্দ্রীয় শুল্ক ও রাজ্যের ভ্যাট কমানোর আবেদন করা হয়েছে ও জিএসটিতে জ্বালানিকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।

কারা বনধ সমর্থন করছেন

কারা বনধ সমর্থন করছেন

কংগ্রেসের বনধে সমর্থন রয়েছে সমাজবাদী পার্টি, ডিএমকে, এনসিপির সমর্থন রয়েছে। বামেরা আলাদাভাবে বনধের ডাক দিয়েছে। এছাড়া আরজেডি, জেডিএস, জেভিএম, জেএমএম বনধে সমর্থন দিয়েছে।

কোথায় কোথায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে

কোথায় কোথায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে

মহারাষ্ট্র, বিহার, কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ুতে বনধের বড় প্রভাব পড়তে চলেছে। বাংলায় তৃণমূল ইস্যুতে সহমত হলেও বনধে বিপক্ষে বলে জানিয়েছে। তাই বাংলায় সবকিছু সচল থাকবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন।

English summary
Bharat Bandh on Monday, Know all about agitation against fuel price rise
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X