For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীকে ‘পুতুল’ বললেন ভাইচুং ভুটিয়া! কেন হঠাৎ এমন আক্রমণ, দিলেন ব্যাখ্যাও

মুখ্যমন্ত্রীকে ‘পুতুল’ বলে আক্রমণ শানালেন প্রাক্তন ভারতী তারকা ফুটবলার ভাইচুং ভুটিয়া! সিকিম হামরো পার্টির সভাপতি ভাইচুং কেন হঠাৎ মুখ্যমন্ত্রীর প্রতি খড়্গহস্ত হয়ে উঠলেন তার ব্যাখ্যাও দিলেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রীকে 'পুতুল' বলে আক্রমণ শানালেন প্রাক্তন ভারতী তারকা ফুটবলার ভাইচুং ভুটিয়া! সিকিম হামরো পার্টির সভাপতি ভাইচুং কেন হঠাৎ মুখ্যমন্ত্রীর প্রতি খড়্গহস্ত হয়ে উঠলেন তার ব্যাখ্যাও দিলেন তিনি। ভাইচুং ভুটিয়া এদিন মুখ্যমন্ত্রীকে ইতিহাসের সবথেকে দুর্বল মুখ্যমন্ত্রী হিসেবে বর্ণনা করেন। তাঁর এই মন্তব্যে তোলপাড় পড়ে যায় রাজনৈতিক মহলে।

পুতুল মুখ্যমন্ত্রী কটাক্ষে বিঁধলেন ভাইচুং

পুতুল মুখ্যমন্ত্রী কটাক্ষে বিঁধলেন ভাইচুং

ভাইচুং ভুটিয়া এদিন একহাত নেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলেকে। তাঁকে পুতুল মুখ্যমন্ত্রী হিসেবে বর্ণনায় ভাইচুং বলেন, সিএম তামাং হলেন, সিকিমের পুতুল মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের জন্য একক রাজনৈতিক দাবি তুলে ধরতে এবং কেন্দ্রের উপর চাপ তৈরি করতে ব্যর্ত হয়েছে। শুধু এখানেই থেমে যাননি ভাইচুং, তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আরও সুর চড়ান।

রাজ্যের ইতিহাসে সবথেকে দুর্বল মুখ্যমন্ত্রী

রাজ্যের ইতিহাসে সবথেকে দুর্বল মুখ্যমন্ত্রী

সিকিম হামরো পার্টির সভাপতি ভাইচুং ভুটিয়া বলেন, রাজ্যের ইতিহাসে সবথেকে দুর্বল মুখ্যমন্ত্রী। ভাইচুংয়ের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন ২০২২ সালের অক্টোবরের শুরুতেই রাজ্যে এসেছিলেন, তখন মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলে সাধারণ মানুষের সমস্যাগুলি তাঁর সামনে তুলে ধরতে পারেননি।

পিছনের দরজা দিয়ে মুখ্যমন্রী হয়েছেন

পিছনের দরজা দিয়ে মুখ্যমন্রী হয়েছেন

ভাইচুং তাই তাঁকে ইতিহাসের সবথেকে দুর্বল মুখ্যমন্ত্রী হিসেবে ব্যাখ্যা করেন। আর বলেন, তিনি পিছনের দরজা দিয়ে মুখ্যমন্রীনা হয়েছেন। তিনি দুর্বল বলেই পিছনের দরজা ব্যবহার করেছেন। ভাইচুংয়ের কথায় তিনি সাধারণ নির্বাচনে লড়াই করেননি। একটি উপনির্বাচনে জিতে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। সেই কারণেই তাঁকে পিছনের দরজা দিয়ে প্রবেশ করা মুখ্যমন্ত্রী বলেন তিনি।

আইএলপির মতো সমস্যা নিয়ে সিকিমের জনগণের পাশে

আইএলপির মতো সমস্যা নিয়ে সিকিমের জনগণের পাশে

ভাইচুং বলেন, কেন্দ্রের সঙ্গে আইএলপির মতো সিকিমের জনগণের জন্য একটি সমস্যাও উত্থাপন করতে পারেননি মুখ্যমন্ত্রী। যে কোনও রাজ্যের থেকে সিকিমের জন্য তা বেশি করে প্রয়োজন। তাঁর কথায়, রাজ্যের জনসংখ্যা ২০১৪ সালের নির্বাচন থেকে ২০১৯-এর নির্বাচনে পরিবর্তিত হয়েছে। তাই আইএলপির বিশেষ প্রয়োজন।

মুখ্যমন্ত্রী শুধু ব্যস্ত কুর্সি রক্ষা করতে, বললেন ভাইচুং

মুখ্যমন্ত্রী শুধু ব্যস্ত কুর্সি রক্ষা করতে, বললেন ভাইচুং

ভাইচুং আরও বলেন, সিকিমের সঙ্ঘে উত্তর-পূর্ব ভারতের রাজ্যের সংযোগ শুধুমাত্র রাস্তার মাধ্যমে। মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত রাজ্যের সঙ্গে সংযোগকারী জাতীয় মহাসড়কগুলির বিকাশের জন্য কেন্দ্রের কাছে সমস্যা তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। মুখ্যমন্ত্রী শুধু ব্যস্ত কুর্সি রক্ষা করতে। তিনি সিকিমের মানুষের দাবি নিয়ে লড়াই করতে সক্ষম নন।

গ্যাংটকের সভায় যোগদানের আমন্ত্রণ ভাইচুংয়ের

গ্যাংটকের সভায় যোগদানের আমন্ত্রণ ভাইচুংয়ের

ভাইচুংয়ের কথায়, সমগ্র ভারতে সিকিম উন্নয়নে সবথেকে পিছিয়ে, সাহায্যপ্রাপ্তিতে সবার পিছনে। অথচ সিকিমে ভোটার বেড়েছে প্রায় ১৮ শতাংশ। ভাইচুং ভুটিয়া সিকিমে আইএলপি-র গুরুত্বের উপর জোর দিয়েছেন এবং সমস্ত রাজনৈতিক দল এবং এনজিওগুলিকে গ্যাংটকের সভায় যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন।

English summary
Bhaichung Bhutia slams to Sikkim CM Prem Singh Gole as ‘puppet’ chief minister.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X