For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যের সব স্কুলে এবার পড়ানো হবে ভগবৎ গীতা, জানালেন মুখ্যমন্ত্রী

স্কুলে স্কুলে এবার ভগবৎগীতার পাঠ পড়ানো হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে হরিয়ানা সরকার। মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর জানিয়েছেন, ছাত্রছাত্রীদের ভাল মনোভাব গডে তোলার জন্য গীতা পাঠা অত্যন্ত জরুরি

Google Oneindia Bengali News

স্কুলে স্কুলে এবার ভগবৎগীতার পাঠ পড়ানো হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে হরিয়ানা সরকার। মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর জানিয়েছেন, ছাত্রছাত্রীদের ভাল মনোভাব গডে তোলার জন্য গীতা পাঠা অত্যন্ত জরুরি। সেকারণে সরকার মনে করছে স্কুলে পাঠ্য হিসাবে গীতা পড়ানো হবে।

রাজ্যের সব স্কুলে এবার পড়ানো হবে ভগবৎ গীতা, জানালেন মুখ্যমন্ত্রী

মনোহর লাল খট্টর জানিয়েছেন গীতা সম্পর্কে এখনও অনেকেই ভাল করে জানে না। ছাত্রছাত্রীরা বিষেষ করে গীতা সম্পর্কে সেরকম অবহিত নয়। গীতার পাঠ দৈনন্দিন জীবনে চলার পথ সহজ করবে। সেকারণেই গীতার স্লোক পাঠ্যের অন্তর্ভুক্ত করার কথা ভাবা হচ্ছে। গীতার স্লোকের সঙ্গে তার অর্থও ছোট করে পড়ানো হবে ছাত্রছাত্রীদের।

পাঠ্যে ধর্মীয় বই পড়ানো নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে খট্টরের দাবি গীতা ধর্মের উর্ধ্বে। গীতার পাঠ মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। সেকারণেই সেটা পড়ানো অত্যন্ত জরুরি। এই নিয়ে বিরোধীরা যে প্রশ্ন তুলবেন তা বলার অপেক্ষা রাখে না। কয়েকদিন আগে স্কুল পাঠ্যে ইতিহাস বই থেকে মুঘল শাসনের ইতিহাস তুলে নেওয়ার দাবি জানানো হয়েছিল।

ভোটের মুখে ঝাড়খণ্ডে বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন প্রবীন প্রভাকরভোটের মুখে ঝাড়খণ্ডে বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন প্রবীন প্রভাকর

'মুখ্যমন্ত্রী হিসাবে করা ভুল যেন বিরোধী দলনেতা হিসাবে না করেন ফড়নবীশ''মুখ্যমন্ত্রী হিসাবে করা ভুল যেন বিরোধী দলনেতা হিসাবে না করেন ফড়নবীশ'

English summary
Bhagwat Gita will be included in school syllabus, says Haryana CM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X