For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজই পদত্যাগ চান্নির, শনিবারেই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি নিয়ে যাবেন ভগবন্ত মান

আজই পদত্যাগ চান্নির, শনিবারেই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি নিয়ে যাবেন ভগবন্ত মান

Google Oneindia Bengali News

৭০ বছর পর পরিবর্তনের হাওয়া বইছে পাঞ্জাবে। কমেডিয়ান ভগবন্ত মানের উপরেই আস্থা রেখেছেন পাঞ্জাবের মানুষ। পাঞ্জাবের জনতার সেই বিশ্বাস নিয়েই আগামিকাল অর্থাৎ শনিবার রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি নিয়ে যাবেন আপের মুখ্যমন্ত্রী মুখ ভগবন্ত মান। এদিকে আজই মন্ত্রিসভার বৈঠকের পর পদত্যাগ করছেন চান্নি। পাঞ্জাবে শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয়েছে কংগ্রেসকে।

পাঞ্জাবে আপের দখলে

পাঞ্জাবে আপের দখলে

পাঞ্জাবে বিপুল ভোটে জয়ী হয়েছে আম আদমি পার্টি। অনেকটা অপ্রত্যাশিতই হয়েছে এই জয়। এতটা ভোটে আপ পাঞ্জাবে জিতবে সেটা হয়তো কেজরিওয়ালও কল্পনা করতে পারেননি। ৭০ বছর পর পাঞ্জাবে বইছে বদলের হাওয়া। এতদিন কংগ্রেস না হলে শিরোমণি অকালি দল এই দুই দলই পাঞ্জাবে সরকার গড়ে এসেছে। কিন্তু হত পাঁচ বছর ধরে এই দুই রাজনৈতিক দলের প্রতিই আস্থা হারিয়েছিলেন সেখানকার মানুষ। তাঁরা যেভাবেই হোক এঁদের বিকল্প খুঁজছিলেন। সেই বিকল্প এনে দিয়েছে আপ।

ভগবন্ত মানই মুখ্যমন্ত্রী

ভগবন্ত মানই মুখ্যমন্ত্রী

জনতার রায় নিয়েই ভগবন্ত মানকে মুখ্যমন্ত্রী মুখ করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। জনতা ভোট বাক্সে তাঁকেই নির্বাচিত করেছে। গতকালই ভগবন্ত মান নির্বাচিত হওয়ার পর পাঞ্জাবের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছিলেন। কমেডিয়ান েথকে মুখ্যমন্ত্রী মুখ হয়ে ওঠা সহজ কথা ছিল না তাঁর কাছে। কিন্তু ভগবন্ত মান আগেই পাঞ্জাবের মানুষের মনে কাছে পৌঁছে গিয়েছিলেন তার এক মাত্র কারণ সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে পারেন তিনি। জৌলুসহীন জীবন যাপন তাঁকে সহজে মানুষের কাছে পৌঁছে িদয়েছে।

আগামিকালই সরকার গঠনের দাবি

আগামিকালই সরকার গঠনের দাবি

সূত্রের খবর আজই ভগবন্ত মান দিল্লি যাচ্ছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়লের সঙ্গে দেখা করবেন। সেখানে বৈঠক সেরে পরবর্তী রণকৌশল ঠিক করবেন তিনি। জানা গিয়েছে আগামিকালই পাঞ্জাবের রাজ্যপালের কাছে সরকার গঠনের প্রস্তাব নিয়ে যাবেন তিনি। গতকালই ভগবন্ত মান জানিয়েছেন একেবারে জৌলুসহীন হবে তাঁর শপথ। শহিদ ভগত সিংয়ের গ্রামে শপথ নেবেন তিনি। সেটাই হবে পাঞ্জাবের মানুষের প্রতি তাঁর শ্রদ্ধা জানানো।

সাফ কংগ্রেস

সাফ কংগ্রেস

পাঞ্জাব থেকে যাকে বলে সাফ হয়ে গিয়েছে কংগ্রেস। চান্নি থেকে সিধু কোনও বড় কংগ্রেস নেতাই পাঞ্জাবে জিততে পারেনি। সিধুর উপর আস্থা রেখেছিলেন রাহুল-প্রিয়াঙ্কারা। সেটা েয ঠিক ছিল না তা প্রমাণ হয়ে গিয়েছে। সিধুকে দায়িত্ব দেওয়ার পর থেকেই কংগ্রেসে তুমুল অশান্তি শুরু হয়েছিল। এমনকী চান্নির সঙ্গেও সিধু বিবাদে জড়িয়েছিলেন। শোনা গিয়েছে আজই মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন তিনি।

ক্ষমতায় ফিরছে বিজেপি, ভাঙতে পারে দল, আশঙ্কায় আগে থেকেই বার্তা BSP সুপ্রিমো মায়াবতীরক্ষমতায় ফিরছে বিজেপি, ভাঙতে পারে দল, আশঙ্কায় আগে থেকেই বার্তা BSP সুপ্রিমো মায়াবতীর

English summary
AAP going to form government in Punjab
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X