For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভগবতগীতা মন্তব্যে সুষমা স্বরাজের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

Google Oneindia Bengali News

ভগবত গীতা মন্তব্যে সুষমা স্বরাজের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা
কলকাতা, ৮ ডিসেম্বর : এবার দিদির নিশানায় কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ। ভগবতগীতাকে জাতীয় গ্রন্থের মর্যাদা প্রস্তাবের বিরোধিতায় এবার সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'দিদি'-র কথায় সংবিধান অনুযায়ী, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, সংবিধানই ভারতের সবচেয়ে পবিত্র গ্রন্থ।

মার্কিন সফরে ওবামাকে ভগবতগীতা উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মূহূর্তের প্রসঙ্গ টেনে ভারতীয় এই ধর্মীয় গ্রন্থের ৫১৫১ বছর পূর্তিতে উদযাপিত 'গীতা প্রেরণা মহোৎসব'-এ সুষমা স্বরাজ বলেন, "সরকারি ভাবে ঘোষণা না হলেও আমার বলতে আনন্দ হচ্ছে যে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী এই ধর্মীয় বইটিকে রাষ্ট্রীয় গ্রন্থের মর্যাদা দিয়েছিলেন যেদিন মার্কিন রাষ্ট্রপতি ওবামার হাতে 'ভগবত গীতা' তুলে দিয়েছিলেন।" তিনি বলেন, ভগবত গীতাকে জাতীয় গ্রন্থ হিসাবে সরকারি ভাবে ঘোষণা করা উচিত। আর তাঁর এই মন্তব্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে।

'সংবিধান-মতে ভারত ধর্মনিরপেক্ষ একটি দেশ,গণতন্ত্রে সংবিধানই সবচেয়ে পবিত্র গ্রন্থ'

সুষমা স্বরাজের এই প্রস্তাবের তুমুল বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "আমাদের সংবিধান বলে ভারত ধর্মনিরপেক্ষ একটি দেশ। গণতন্ত্রে সংবিধানই সবচেয়ে পবিত্র গ্রন্থ।" তৃণমূল নেত্রী তথা মুখ্য়মন্ত্রীর কথায়, আমরা সমস্ত পবিত্র গ্রন্থরেই সম্মান করি। এই সব পুস্তিকাই আমাদের গর্ব। কোরান, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দ-আভেস্তা, গুরু গ্রন্থ সাহিব, গীতা আমরা সম্মান জানাই সবকটিকেই।

ভগবতগীতাকে জাতীয় গ্রন্থের মর্যাদা দিয়ে হিন্দুত্বকেই আদতে বিজেপি প্রচার করতে চাইছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস এমনকী কংগ্রেসের একাংশও। কংগ্রেস নেতা মণীশ তিওয়ারির কথায়, "জীবনদর্শনই গীতার যথার্থতা, এটা কোনও প্রতীকী গ্রন্থ নয়। তাই যদি কেউ সত্য়িই গুরুত্ব দিয়ে গীতার পাঠ করেন ও তার থেকে শিক্ষা নেন, তাহলে তিনি কিছুতেই এধরণের অসার মন্তব্য করতে পারেন না।"

English summary
Mamata Banerjee takes on Sushma Swaraj over Bhagwad Gita
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X