For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সতর্ক হয়ে যান এসবিআই ক্রেডিট কার্ড গ্রাহকেরা, টাকা শোধ না করলে হতে পারে কেলেঙ্কারি

সতর্ক হয়ে যান এসবিআই ক্রেডিট কার্ড গ্রাহকেরা, টাকা শোধ না করলে হতে পারে কেলেঙ্কারি

Google Oneindia Bengali News

এসবিআই ক্রেডিট কার্ড রয়েছে? ‌অথচ আপনি টাকা দেননি, তাহলে সাবধান হয়ে যান। কারণ এসবিআই আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করতে চলেছেন। সম্প্রতি এসবিআই কার্ডস আইপিও বিবরণপত্রের তথ্য থেকে জানা গিয়েছে যে সংস্থা মীমাংসাযোগ্য সংক্রান্ত ১৩৮ ধারা অনুযায়ী ১৯,২০১টি মামলা দায়ের করেছে এবং ২০০৭ সালের পেমেন্ট ও সেটেলমেন্টের ২৫ ধারা অনুযায়ী ১৪,১৭৪টি মামলা দায়ের করেছে।

সতর্ক হয়ে যান এসবিআই ক্রেডিট কার্ড গ্রাহকেরা, টাকা শোধ না করলে হতে পারে কেলেঙ্কারি


এসবিআই সূত্রে জানা গিয়েছে, গ্রাহকের অ্যাকাউন্টে অর্থের অভাবে যখন চেক বাউন্স হয় তখন ১৩৮ ধারাটি প্রয়োগ করা হয়। অন্যদিকে, গ্রাহকের অ্যাকাউন্টে অপর্যাপ্ত অর্থ থাকার কারণে যখন ইলেকট্রনিক্স মাধ্যমে টাকা দিতে ব্যর্থ হন, তখন এই পেমেন্ট ও সেটেলমেন্টের ধারা প্রয়োগ করা হয়। তবে উভয় ধারাতেই ২৫.‌৫২ কোটি ও ৭২.‌৬ কোটি টাকা এসবিআইয়ের পাওনা র‌য়েছে। এসবিআই সূত্রে জানা গিয়েছে, কোনও গ্রাহক যদি ক্রেডিট কার্ডের অর্থ পরিশোধ করতে ব্যর্থ হন, তবে তিনি ফৌজদারি মামলার সমউখীন হতে পারেন। এসবিআইয়ের বিবরণপত্রে বলা হয়েছে, '‌ব্যাঙ্ক বিবৃতি এবং এসএমএসের মাধ্যমে গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে ক্রেডিট কার্ডের টাকা দেওয়ার জন্য জানাবে, সেটা পাওয়ার পর নির্দারিত সময়ের মধ্যে যদি গ্রাহক তা শোধ না করে তবে তাঁর অ্যাকাউন্ট ব্লক করে দেওযা হবে। এ ধরনের মামলায় অস্থায়ী বা স্থায়ীভাবে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়, তবে তা নির্ভর করে গ্রাহকের অর্থ প্রদানের ইতিহাসের ওপর।’‌

এসবিআই ক্রেডিট কার্ড সূত্রে জানা গিয়েছে, ছটমাসের মধ্যে যদি গ্রাহক টাকা শোধ না করে তবে সংস্থা আইনি নোটিস পাঠাতে পারে গ্রাহককে এবং ফৌজদারি মামলা দায়ের করতে পারে। এইসব মামলার ক্ষেত্রে গ্রাহকদের সঙ্গে ব্যাঙ্ক প্রতিনিধিরা লোক আদালতের মাধ্যমে বোঝাপড়া করে নেয়। তবে গ্রাহক যদি কোনও বিষয়েই সাড়া না দেন তবে তাঁর দু’‌বছরের জেল ও যা অর্থ বাকি তার দ্বিগুণ জরিমানা দিতে হবে।

৩৭০ ধারা তুলে দেওয়ার পরে ৮৮ বার সন্ত্রাসবাদী হামলা জম্মু-কাশ্মীরে৩৭০ ধারা তুলে দেওয়ার পরে ৮৮ বার সন্ত্রাসবাদী হামলা জম্মু-কাশ্মীরে

English summary
beware of sbi credit card customers criminal case- can be charged
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X