For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী ঝড় প্রতিহত করতে ফাটকা, দুই কেন্দ্র থেকে লড়াইয়ের সিদ্ধান্ত মুলায়মের

Google Oneindia Bengali News

মোদী ঝড় প্রতিহত করতে ফাটকা, দুই কেন্দ্র থেকে লড়াইয়ের সিদ্ধান্ত মুলায়মের
লখনউ, ১৯ মার্চ : জনতার চাহিদায় এবার একটা নয় লোকসভা নির্বাচনে দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদব। মৈনপুরীর পাশাপাশি আজমগড় থেকেও দাঁড়াবেন মুলায়ম।

হটাৎ এই সিদ্ধান্ত কেন? দলীয়সূত্রে খবর, এবছর নির্বাচনের পটভূমিতে যে মোদী হাওয়া একটা বড় ফ্যাক্টর তা ভালই জানেন মুলায়ম। বিজেপি নরেন্দ্র মোদীকে বারাণসী থেকে দাঁড় করানোয় নিজের কেন্দ্র নিয়ে পুনর্বিবেচনা করতে বাধ্য হয়েছেন মুলায়ম।

মৈনপুরী ও আজমগড় এই দুই কেন্দ্র থেকে লড়বেন সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম যাদব

দলের কৌশলিদের ধারণা, বারাণসী থেকে মোদীর লড়াই পার্শ্ববর্তী আসনগুলিতেই প্রভাব ফেলতে পারে। তাই আজমগড় থেকে মুলায়ম দাঁড়ালে মোদীর প্রভাব কিছুটা প্রতিহত করা গেলেও যেতে পারে। এই তত্ত্ব মাথায় নিয়েই দুটি কেন্দ্র থেকে লড়বেন মুলায়ম। আজমগড়ে মুলায়ম একটা ফাটকা খেলতে চাইছেন বলেই মনে করছে দলও।

আজমগড়ের পাশাপাশি মৈনপুরী হচ্ছে মুলায়মের মুক্তাঞ্চল। এই কেন্দ্র থেকেই গত ২ বার লোকসভায় গিয়েছেন মুলায়ম। তাই এই কেন্দ্র ছাড়ার কোনও প্রশ্নই নেই।

উল্লেখ্য এই রাজ্য থেকে বর্তমানে সমাজবাদী পার্টির ২২ জন লোকসভা সদস্য রয়েছেন। সেখানে এই রাজ্য থেকে বিজেপির আসন সংখ্যা ১০। বিজেপির হেভিওয়েট নেতা রাজনাথ সিংও উত্তরপ্রদেশ থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

English summary
Bet to stave off Modi effect,Mulayam decides to contest from two seats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X