For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র মোদী 'পশু', বললেন বেণীপ্রসাদ বর্মা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বেণীপ্রসাদ
নয়াদিল্লি ও লখনউ, ২৫ এপ্রিল: যেখানেই নরেন্দ্র মোদী, সেখানেই কাতারে কাতারে লোক। যেখানেই তিনি ভাষণ দিচ্ছেন, মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে। এ সব দেখে কংগ্রেস যে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছে, তা আবারও বোঝা গেল। মরিয়া কংগ্রেস নেতা বেণীপ্রসাদ বর্মা একটি জনসভায় নরেন্দ্র মোদীকে 'পশু' বলে বর্ণনা করলেন। বললেন, লোকসভা ভোটে ওঁকে শিক্ষা দিতে হবে।

গতকাল বিকেলে উত্তরপ্রদেশের গোণ্ডাতে একটি জনসভায় বক্তব্য রাখছিলেন তিনি। শ্রোতার থেকে চেয়ার বেশি ছিল! অন্যদিকে বৃহস্পতিবার সকালে বারাণসীতে নরেন্দ্র মোদীর মনোনয়ন উপলক্ষে পিলপিলি করে লোক এসেছিল। এই কারণেই বোধ হয় অবসাদগ্রস্ত হয়ে মেজাজ হারিয়ে ফেলেন বেণীপ্রসাদ বর্মা। বলেন, "কে নরেন্দ্র মোদী? ওটা একটা পশু। আপনারা ওকে ভোটে শিক্ষা দিন ভালো করে।" সমর্থকরা এতে হাততালি দিলেও ভিডিও ফুটেজ ইতিমধ্যে পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের কাছে। এর ভিত্তিতে তাঁকে শো-কজ করে চিঠি পাঠানো হয়েছে। শনিবার সকালের মধ্যে জবাব দিতে হবে। জবাব সন্তোষজনক না হলে এক তরফাভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

এই প্রথম নয়। এর আগেও নরেন্দ্র মোদীকে তিনি কুরুচিকর ভাষায় গাল পেড়েছিলেন। বলেছিলেন, "নরেন্দ্র মোদী একজন গুন্ডা, হিটলারের বংশধর। প্রধানমন্ত্রীর কুর্সি নয়, ওর জায়গা হবে কবরস্থান।" এর জেরে বেণীপ্রসাদ বর্মাকে সতর্ক করেছিল নির্বাচন কমিশন। তিনি যে শিক্ষা নেননি, তা ফের বোঝা গেল। এবার নির্বাচন কমিশন তাঁর বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়, সেটা দেখতে হবে।

শুধু বেণীপ্রসাদ বর্মাই নয়, সলমন খুরশিদও কুরুচিকর ভাষা ব্যবহার করেছিলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। তিনি বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে 'নপুংসক' বলে বর্ণনা করেছিলেন। তখন সমালোচনা হয়েছিল বিস্তর। লক্ষণীয়, কংগ্রেস নেতারা নরেন্দ্র মোদীকে বারবার নোংরা ভাষায় আক্রমণ করলেও তিনি কিন্তু কখনও কুরুচিকর ভাষা ব্যবহার করেননি সোনিয়া বা রাহুল গান্ধীর বিরুদ্ধে। ওয়াকিবহাল মহলের বক্তব্য, যাকে কংগ্রেস 'খলনায়ক' সাজাচ্ছে, দেখা যাচ্ছে সেই নরেন্দ্র মোদী কিন্তু অনেক মার্জিত, বিনয়ী। অসুস্থ রাজনীতিক সংস্কৃতির পরিচয় দিচ্ছে কংগ্রেসই।

English summary
Beni Prasad Verma calls Narendra Modi an 'animal'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X