For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরুর বুকে যেন এক টুকরো 'ম্যাডক্স স্কোয়ার'! কালীপুজো ঘিরে প্রস্তুতিতে বিটিএম-এর 'হট্টোগোল'

বেঙ্গালুরুতে এমন বাঙালি অনেকেই রয়েছেন যাঁরা কালীপুজো-ভাইফোঁটায় বাড়ি যাওয়ার ছুটি পাননি এবছর! একে প্রবাস, তাতে আবার বাড়ি থেকে দূরে উৎসবের রাত.. কালীপুজোর দিনটা কেমন ভাবে কাটাবেন ভাবছেন?

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরুতে এমন বাঙালি অনেকেই রয়েছেন যাঁরা কালীপুজো-ভাইফোঁটায় বাড়ি যাওয়ার ছুটি পাননি এবছর! একে প্রবাস, তাতে আবার বাড়ি থেকে দূরে উৎসবের রাত.. কালীপুজোর দিনটা কেমন ভাবে কাটাবেন ভাবছেন? কালীপুজোর রাতে তাহলে চলে যেতেই পারেন বেঙ্গালুরুর বিটিএম-এর হট্টোগোলের পুজোয়। যেখানে পুজো ঘিরে উৎসব হইচই-হট্টোগোলের মধ্য দিয়েই উদ্যোক্তারা আপন করে নেন সমস্ত দর্শনার্থীদের। প্রবাসে আন্তরিকতা আর কালীপুজোর আয়োজন ঘিরে ভরপুর বাঙালিয়ানায় মেতে ওঠে হট্টগোলের পুজো। এবছর 'হট্টোগোল' -এর কালীপুজোর আয়োজন ষষ্ঠ বর্ষে পা রাখছে।

পুজোর ঠিকানা

পুজোর ঠিকানা

বেঙ্গালুরুর বিটিএম লেআউটের ফার্স্ট স্টেজে উড়ুপি গার্ডেন সিগন্যালের কাছেই আয়োজিত হয় এই পুজো। ৬ নভেম্বর কালীপুজো উপলক্ষ্যে এখানের মাঠ সেজে উঠতে চলেছে আলোর রোশনাইয়ে। পুজোর পাশাপাশি, এখানে তিনদিন (৬,৭,৮ নভেম্বর)ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

কালীপুজোর দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচি

কালীপুজোর দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচি

কালীপুজোর দিন সকাল থেকে এখানে আয়োজন করা হয়েছে একাধিক অনুষ্ঠানের। বেলা ১১ টায় রয়েছে হেল্থ চেক আপ, ওই একই সময় থেকে থাকছে 'ওপেন হাউস হট্টোগোল-গট-ট্যালেন্ট'। সকালের আয়োজনের পর সন্ধ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে শক্তিবন্দনা, ছোটদের নাচের উৎসব,ওড়িশি নাচ, নাটক,পাপেট ডান্স, ডান্স অন্তাক্ষরীর মতো বিষয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানের আকর্ষণীয় দিক

সাংস্কৃতিক অনুষ্ঠানের আকর্ষণীয় দিক

৬ নভেম্বর রাতের সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই 'আলপিন' ও 'অক্সিজেন অন দ্য রকস্' এর জয়েন্ট পারফরম্যান্স। এরপর ৭ নভেম্বর সকালে থাকছে ছোটদের নিয়ে ড্রইং কম্পিটিশন। সন্ধ্যেয় মঞ্চ মাতাবে বিশেষ ফ্যাশন শো, ওড়িশি নাচ,ক্রিয়েটিভ ডান্স, আবৃত্তি-র মতো একাধিক বিষয়। থাকছে হট্টোগোল ফোক ব্যান্ডের আকর্ষণীয় পারফরম্যান্স ও ফিউসন ডান্স। তবে সেউ রাতে আকর্ষণের কেন্দ্রে থাকতে চলেছে হট্টোগোলের বিশেষ এক অনুষ্ঠান। প্রতিবার হট্টোগোল বলিউডের বিশেষ কোনও ব্যক্তিত্বকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে থাকে। আর সেই পরম্পরা মেনে এই বছর হট্টোগোল-এর তরফে বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানানো হবে বলিউড সুপারস্টার শ্রীদেবীকে।

 ১৮ ফুটের ঠাকুর!

১৮ ফুটের ঠাকুর!

বেঙ্গালুরুতে এবছর হট্টোগোলের পুজোর অন্যতম আকর্ষণ কালীমূর্তি। পুজোর অন্যতম সদস্য মাধুরী সরকার জানাচ্ছেন, এবছর তাঁরা ১৮ ফুট দীর্ঘ কালীপ্রতিমার পুজো করতে চলেছেন। পুজো উদ্যোক্তাদের দাবি, বারোয়ারি পুজোর নিরিখে এটিই বেঙ্গালুরুর দীর্ঘতম কালী-প্রতিমা।

বেঙ্গালুরুর ম্যাডক্স স্কোয়ার!

বেঙ্গালুরুর ম্যাডক্স স্কোয়ার!

বেঙ্গালুরুতে এই পুজো বিটিএম-এর পুজো নামে খ্যাত।পুজোর মূল উদ্যোক্তা তথা হট্টোগোল-এর প্রতিষ্ঠাতা বিনয় চৌধুরী ও তাঁর স্ত্রী অনিন্দিতা চৌধুরী। পুজোর অন্যতম সদস্য মাধুরী সরকার বলছেন,'এই পুজো বেঙ্গালুরুতে ম্যাডক্স স্কোয়ারের সামিল। সকলকে নিয়ে আন্তরিকতার সঙ্গে এই পুজো আয়োজিত হয়।' উদ্যোক্তাদের কথায়, এখানে কালীপুজোর রাতে চেয়ার জড়ো করে একসঙ্গে বসে ..যেভাবে আড্ডা, গানের আসর জমে, তাতে একে বেঙ্গালুরুর ম্যাডক্স স্কোয়ার বলা যেতেই পারে!

ভোগ ও পুজোর আয়োজন

ভোগ ও পুজোর আয়োজন

পুজো ঘিরে আপাতত খুবই ব্যস্ত উদ্যোক্তারা। পুজো উদ্যোক্তারা সকলকে এই পুজোয় আমন্ত্রণ জানাচ্ছেন। হট্টোগোলের তরফে জানানো হচ্ছে, এবছরের কালীপুজো শুরু হবে রাত ১০ টা থেকে। প্রতিবারের মত এই বছরেও এখানে থাকছে ভোগের আয়োজন। কালীপুজোর দিন রাত ১০ টা থেকে ভোররাত ৪ টে পর্যন্ত চলবে ভোগ বিতরণ। এছাড়াও আয়োজন থাকছে বেশ কিছু স্টল। তার মধ্যে থাকছে 'হিয়ার মাঝে কলকাতা', থাকছে 'বইঠেকে'-এর মতো নামী আউটলেটের স্টলও।

English summary
Bengali's one of the biggest festival is Kalipuja. This year BENGALURU's Hottogol is celebrating 6 th year of their Grand Kalipuja, know more.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X